ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এবছর প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ছাড়াবে ॥ মুহিত

প্রকাশিত: ০৮:৩৭, ২৩ এপ্রিল ২০১৭

এবছর প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ছাড়াবে ॥ মুহিত

বিডিনিউজ ॥ চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৭ দশমিক ৫ শতাংশ হবে বলে আশাবাদী অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ওয়াশিংটনে চলমান আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্ব ব্যাংকের বসন্তকালীন বৈঠকের ফাঁকে শনিবার ইউএস চেম্বার অব কমার্সের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর একথা বলেন তিনি। অর্থমন্ত্রী বলেন, “বাংলাদেশ গত কয়েক বছর ধরে ভাল প্রবৃদ্ধি অর্জন করছে। ২০০৯ সালে শেখ হাসিনার সরকার যখন ক্ষমতায় আসে তখন প্রবৃদ্ধি ছিল ৫ দশমিক ৭ শতাংশ। সেই প্রবৃদ্ধি আমরা গত অর্থবছরে (২০১৫-১৬) ৭ দশমিক ১ শতাংশে নিয়ে এসেছি। প্রবৃদ্ধি ৭ শতাংশের ঘর অতিক্রম আমাদের জন্য মাইলফলক ছিল। চলতি অর্থবছরে (২০১৬-১৭) ৭ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হবে বলে আমি দৃঢ়ভাবে আশাবাদী। বাজেটে আমরা ৭ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি লক্ষ্য ধরেছিলাম। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি প্রবৃদ্ধি অর্জিত হবে।” প্রায় এক দশক ৬ শতাংশের বৃত্তে ‘আটকে’ থাকার পর গত ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭ শতাংশের ‘ঘর’ অতিক্রম করে। চূড়ান্ত হিসাবে প্রবৃদ্ধি হয় ৭ দশমিক ১১ শতাংশ।
×