ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শাহজালালে কুরিয়ারে আসা সাড়ে ৭ শ’ গ্রাম কোকেন জব্দ

প্রকাশিত: ০৮:২৪, ২৩ এপ্রিল ২০১৭

শাহজালালে কুরিয়ারে আসা সাড়ে ৭ শ’ গ্রাম কোকেন জব্দ

স্টাফ রিপোর্টার ॥ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ থেকে কুরিয়ারে আসা সাড়ে ৭শ’ গ্রাম কোকেন জব্দ করা হয়েছে। বিমানবন্দর আর্মড পুলিশ (এয়ারপোর্ট এপিবিএন), শুল্ক গোয়েন্দা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের যৌথ অভিযানে শনিবার দুপুরে এ কোকেন জব্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ডিআইজি তৌফিক আহমেদ জানান, কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে এ মাদকদ্রব্য ঢাকায় আসে। গোপন তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক কুরিয়ার সার্ভিস ফেডএক্সের (ফেডারেল এক্সপ্রেস) মাধ্যমে শুক্রবার এসব কোকেন আসার কথা ছিল। এতে সেভাবেই গোয়েন্দারা শুক্রবার থেকেই বিমানবন্দরে অবস্থান নেন। তবে কৌশলী কোকেন ব্যবসায়ীরা তা শুক্রবার না পাঠিয়ে শনিবার দুপুরে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে পাঠায়। এ সম্পর্কে তৌফিক আহমেদ বলেন, ফেডএক্স কুরিয়ার সার্ভিসের নামে গার্মেন্টস ফেব্রিকসের আড়ালে ওই সাড়ে ৭ শ’ গ্রাম কোকেন আনা হয়। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। এ মাদকদ্রব্য উত্তরার একটি ক্লাবে যাওয়ার কথা ছিল।
×