ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মেহেরপুর পৌরসভা নির্বাচন নেতাকর্মীদের হয়রানির অভিযোগ

প্রকাশিত: ০৬:২৩, ২৩ এপ্রিল ২০১৭

মেহেরপুর পৌরসভা নির্বাচন নেতাকর্মীদের হয়রানির অভিযোগ

সংবাদদাতা, মেহেরপুর, ২২ এপ্রিল ॥ শনিবার মেহেরপুর পৌরসভার নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী জাহাঙ্গীর বিশ্বাস ও স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী মোতাছিম বিল্লাহ মতু সংবাদ সম্মেলন করেছেন। দুুপুর ১২টার দিকে মেহেরপুর প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সময় লিখিত বক্তব্যে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী জাহাঙ্গীর বিশ্বাস অভিযোগ করে বলেন, নির্বাচন সামনে রেখে সরকারদলীয় প্রার্থীর লোকজন তাদের বিভিন্নভাবে হুমকি ও পুলিশ দিয়ে নেতাকর্মীদের আটক করে হয়রানি করছে। নির্বাচনকে সুষ্ঠু ও সুন্দর করতে এ সময় তারা সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন। তিনি আরও বলেন নির্বাচন সুষ্ঠু করতে নির্বাচনের সময়ে কাউকে আইনশৃঙ্খলা বাহিনীর অহেতুক হয়রানি ও মিথ্যা মামলায় গ্রেফতার করাসহ ভোটকেন্দ্রে অনুমোদিত ব্যক্তি ও ভোটাররা ছাড়া অন্যান্য বহিরাগতদের প্রবেশ বন্ধের দাবি জানান তিনি। পাশাপাশি দুুপুর সাড়ে ১২টার দিকে স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী মোতাছিম বিল্লাহ মতু সংবাদ সম্মেলন করেছেন। তিনি অভিযোগ করে বলেন, এ নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে কিন্তু সরকারদলীয় মেয়র প্রার্থীর অনুসারীরা নির্বাচনের আগ মুহূর্তে প্রচারে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা করেছেন। যাতে নির্বাচন সুষ্ঠু না হয়। প্রচার বন্ধ হয়ে যায়। নির্বাচনকে সুষ্ঠু করতে প্রতিটি ভোটকেন্দ্রে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করারও দাবি জানান তিনি। উল্লেখ্য, আগামী ২৫ এপ্রিল এ নির্বাচন অনুষ্ঠিত হবে। বরজে মড়ক ॥ একই দামে বিরা ও খিলি স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ কক্সবাজারে পানের পাঁচ টাকা, আর পানের বিরাও পাঁচ টাকা। ভয়াবহ মড়ক আর ধারাবাহিক দরপতনে পানচাষীদের চরম দুর্দিন চলছে। তবে পান দোকানিরা এক সময় দুই শ’ টাকা মূল্যে পানের বিরা কিনে প্রতি খিলিপান বিক্রি করেছে পাঁচ টাকায়। বর্তমানে ৫-১০ টাকায় বিরা কিনেও খিলিপান বিক্রি করছে পাঁচ টাকায়। পানের দরপতনে পুঁজি হারিয়ে পানচাষীরা এখন পথে বসেছে। মহেশখালী ও টেকনাফের কয়েকজন পানচাষী এ তথ্য জানিয়েছে। জানা গেছে, বর্তমানে পানের বাজার দর যে স্তরে নেমেছে, বিগত ১০ বছরেও এ রকম নিম্নমূল্য আর হয়নি। উৎপাদনের খরচের সঙ্গে বর্তমান বাজার মূল্যের বিরাট পার্থক্য হয়ে গেছে। চলতি মৌসুমে পানের ভয়াবহ দরপতন হওয়ায় বিনিয়োগের তিন ভাগের একভাগ পুঁজিও ফিরে পাবে না বলে চাষীদের আশঙ্কায়। চলতি মৌসুমের শুরুর দিকে জেলার বিভিন্ন স্থানে মড়ক সৃষ্টি হয়ে অর্ধেক বিলের পানের বরজ ধ্বংস হয়ে গেছে। শুরুতে বৃষ্টিপাত হওয়ায় মড়ক সৃষ্টি হয়ে অধিকাংশ পানের বরজের এ অবস্থা বলে জানা গেছে।
×