ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাজিরায় আধিপত্য নিয়ে সংঘর্ষ ॥ গুলিবিদ্ধসহ আহত ২০

প্রকাশিত: ০৬:২৩, ২৩ এপ্রিল ২০১৭

জাজিরায় আধিপত্য নিয়ে সংঘর্ষ ॥ গুলিবিদ্ধসহ আহত ২০

নিজস্ব সংবাদদাতা, শরীয়তপুর, ২২ এপ্রিল ॥ শনিবার সকালে জাজিরা উপজেলার গঙ্গানগর বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জয়নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিন্টু কাজী ও তেজগাঁও কলেজ শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক গঙ্গানগরনিবাসী মিঠুন ঢালীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১১ জন গুলিবিদ্ধসহ ২০ জন আহত হয়েছে। এ সময় সংঘর্ষকারীরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বাজারের ১০ দোকানপাট ভাংচুর ও লুটপাট করেছে। সংঘর্ষের সময় বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়। গুলিবিদ্ধে গুরুতর আহত সাবেক ইউপি চেয়ারম্যান মিন্টু কাজীর চাচাত ভাই দিপু কাজীকে আশঙ্কজনকা অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে। অন্য গুলিবিদ্ধ আহত মান্নান কাজী, ছায়েদ কাজী, রাজু কাজী, শহীদুল ইসলাম, সোহরাব কাজী, শাহনাজ, খালেক সিকদারসহ ১০ জনকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ আহতরা জানিয়েছেন, গঙ্গানগরনিবাসী তেজগাঁও কলেজ শাখার ছাত্রলীগ সাধারণ সম্পাদক মিঠুন ঢালী সংঘর্ষের সময় শটগান দিয়ে সাধারণ জনতার ওপর এলোপাতাড়ি গুলি ছোড়ে। এসময় তারা গুলিবিদ্ধ হয়। জাজিরা থানা, প্রত্যক্ষদর্শী বাবলু কাজী ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাজিরা উপজেলার জয়নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম মিন্টু কাজী ও ঢাকা তেজগাঁও কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক মিঠুন ঢালীর সমর্থকদের মধ্যে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ¦ চলে আসছিল। এ নিয়ে শনিবার সকাল সাড়ে ৭টার দিকে মিঠুন ঢালী ও তার ভাই শরীয়তপুর জেলা পরিষদের সদস্য সুজন ঢালীর সমর্থকরা আগ্নেয়াস্ত্র নিয়ে স্থানীয় গঙ্গানগর বাজারে মিন্টু কাজীর সমর্থকদের ওপর হামলা করে প্রকাশ্যে গুলিবর্ষণ করে বলে অভিযোগ করেছে মিন্টু কাজীর সর্মথকরা। এ সময় উভয় গ্রুপের মধ্যে ধাওয়া, পাল্টাধাওয়ার এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়।
×