ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রেমিটেন্সে এমন ধস তিন দশকে দেখা যায়নি

প্রকাশিত: ০৬:০৬, ২৩ এপ্রিল ২০১৭

রেমিটেন্সে এমন ধস তিন দশকে দেখা যায়নি

পর পর দুই বছর উন্নয়নশীল দেশগুলোতে প্রবাসী আয়ের প্রবাহে ধস নেমেছে, যে প্রবণতা গত তিন দশকে দেখা যায়নি বলে বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্বব্যাংকের বসস্তকালীন বৈঠক চলাকালে গত বৃহস্পতিবার অভিবাসন ও উন্নয়নবিষয়ক হালনাগাদ ওই প্রতিবেদন প্রকাশিত হয়। বিশ্বব্যাংকের প্রাক্কলন অনুযায়ী, ২০১৬ সালে উন্নয়নশীল দেশগুলোতে প্রবাসী আয়ের প্রবাহ আগের বছরের চেয়ে ২ দশমিক ৪ শতাংশ কমে ৪২ হাজার ৯০০ কোটি ডলারে নেমেছে। ২০১৫ সালে এ দেশগুলোর রেমিটেন্স আয় ছিল ৪৪ হাজার কোটি ডলার। ভূমধ্যসাগরীয় দেশগুলো ও রুশ ফেডারেশনে তেলের দরপতন ও দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে দক্ষিণ এশিয়া ও মধ্য এশিয়ার দেশগুলোর প্রবাসী আয়ে নেতিবাচক প্রভাব ফেলেছে। -অর্থনৈতিক রিপোর্টার মাগুরায় স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত আজ শনিবার মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়াম জিমনেসিয়ামে বাংলাদেশ ব্যাংকের আর্থিক শিক্ষা কর্মসূচীর আওতায় স্কুল ব্যাংকিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এক্সিম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক খন্দকার রুমি এহসানুল হকের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা প্রশাসক মাহবুবর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক মোঃ আবু বশর, বাংলাদেশ ব্যাংকের খুলনা কার্যালয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার মজুমদার, মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন জনতা ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মোঃ ইকবাল। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক ইন্দ্রানী হক ও যুগ্ম-পরিচালক গোলাম মহীউদ্দিন, এক্সিম ব্যাংকের সিনিয়র এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট সঞ্জীব চ্যাটার্জী । অনুষ্ঠান পরিচালনা করেন লতিফুল মতিন মিঠু। -নিজস্ব সংবাদদাতা, মাগুরা
×