ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ক্যান্টন ফেয়ারে বড় অঙ্কের রফতানি আদেশ পেল ওয়ালটন

প্রকাশিত: ০৬:০৫, ২৩ এপ্রিল ২০১৭

ক্যান্টন ফেয়ারে বড় অঙ্কের রফতানি আদেশ পেল ওয়ালটন

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিশ্বের বৃহত্তম বাণিজ্যমেলা চীনের ক্যান্টন ফেয়ারে বিশ্ব ক্রেতাদের দৃষ্টি কাড়তে সক্ষম হয়েছে ওয়ালটন। বিভিন্ন দেশের ক্রেতার কাছ থেকে ইতোমধ্যে বিশাল অঙ্কের রফতানি আদেশ পেয়েছে ওয়ালটন। জানা গেছে, সবচেয়ে বড় রফতানি আদেশ এসেছে লেবানন থেকে। দেশটির ‘মোহাম্মদ এ্যান্ড আলী মোবারক’ কোম্পানির কাছ থেকে ১০ কন্টেনার নন-ফ্রস্ট ফ্রিজ রফতানির আদেশ পেয়েছে ওয়ালটন, যেটির শিপমেন্ট শীগ্রই সম্পন্ন হবে। মিয়ানমারের ব্যবসায়ী মায়িন্ট ইয়েন উল্লেখযোগ্য পরিমাণ ফ্রস্ট ফ্রিজ আমদানির বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়াও ওয়ালটন ব্র্যান্ডের বিভিন্ন পণ্য আমদানির প্রতি ব্যাপক আগ্রহ দেখিয়েছেন ফিজির মুনেশ প্রাসাদ ও ঘানার তাজেদ্দিন হিচাম নামক দুজন ব্যবসায়ী। লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা ও ব্রাজিলের ব্যবসায়ীদের মাঝেও ব্যাপক সাড়া ফেলেছে ওয়ালটন পণ্য। আর্জেন্টিনার ব্যবসায়ী সিনথিয়ার ওয়ালটনের হোম এ্যাপ্লায়েন্স আমদানির কথা নিশ্চিত করেছেন। আর ব্র্যাজিলের ব্যবসায়ী মার্টিনস এ্যাগুলিয়ার ‘মেড ইন বাংলাদেশ’ লেবেলযুক্ত ওয়ালটন কম্প্রেসার আমদানি করার কথা জানিয়েছেন। বাজারে এলো হুয়াওয়ের পি-১০ ও পি-১০ প্লাস অর্থনৈতিক রিপোর্টার ॥ চীনা মোবাইল ফোন প্রস্তুতকারক কোম্পানি হুয়াওয়ে পি সিরিজের নতুন দুটি স্মার্টফোন আনছে বাংলাদেশের বাজারে। ফ্লাগশিপ পি-১০ ও পি-১০ প্লাস মডেলের এ্যান্ড্রয়েড ফোনসেট দুটি শনিবার রাজধানীর একটি হোটেলে উদ্বোধন করা হয়। অনুষ্ঠান থেকে মোবাইল ফোন অপারেটর রবির সঙ্গে মিলে একটি অফারে ফোনসেট দুটি বিক্রির ঘোষণাও দেয়া হয়।
×