ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাংলাদেশকেও নেবে ব্রিকস ব্যাংক

প্রকাশিত: ০৬:০৪, ২৩ এপ্রিল ২০১৭

বাংলাদেশকেও নেবে ব্রিকস ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার ॥ ব্রিকস ব্যাংক নামে পরিচিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) সদস্য করতে যে ১৫টি দেশের তালিকা করছে, তাতে বাংলাদেশও স্থান পাবে বলে আশা করছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, এনডিবি ব্যাংকের উদ্যোক্তারা ১৫টি দেশের লিস্ট করছে। আমার আশা, বাংলাদেশ ১৫টি দেশের একটি হবে। শুক্রবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের বসন্তকালীন বৈঠক চলাকালে এনডিবির প্রেসিডেন্ট কুন্ডাপুর ভামান কামাথের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। মুহিত বলেন, এনডিবি প্রেসিডেন্টের সঙ্গে ভাল বৈঠক হয়েছে। তিনি বাংলাদেশের ব্যাপারে পজিটিভ মনোভাব দেখিয়েছেন। তিনি বলেছেন, তারা ১৫টি দেশ নিয়ে একটি লিস্ট করছেন। বাংলাদেশকে সেই লিস্টে রাখার ব্যাপারে চিন্তাভাবনা করছেন। বাংলাদেশের পক্ষ থেকেও ব্রিকস ব্যাংকে যোগ দিতে ইতিবাচক মনোভাবের কথা জানিয়েছেন মুহিত। আইএমএফ-বিশ্বব্যাংকের বৈঠকে অর্থমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দলে আছেনÑ গবর্নর ফজলে কবির, অর্থ সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) দায়িত্বপ্রাপ্ত সচিব কাজী শফিকুল আজম ও বিশ্বব্যাংকের বাংলাদেশের বিকল্প পরিচালক মোশাররফ হোসেন ভূঁইয়া। ভ্যাট প্রদানে ইসিআরের বদলে মোবাইল এ্যাপ চালুর প্রস্তাব অর্থনৈতিক রিপোর্টার ॥ ভ্যাট প্রদান প্রক্রিয়া সর্বজনীন ও সহজীকরণে ইলেক্ট্রনিক ক্যাশ রেজিস্ট্রার বা ইসিআর মেশিনের পরিবর্তে মোবাইল এ্যাপ চালুর প্রস্তাব করেছে ঢাকা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। শনিবার ঢাকা চেম্বার অডিটরিয়ামে ডিসিসিআই আয়োজিত আয়কর এবং ভ্যালু এ্যাডেড ট্যাক্স (ভ্যাট) বিষয়ক কর্মশালায় ডিসিসিআই সভাপতি আবুল কাসেম খান এ প্রস্তাব করেন। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোঃ নজিবুর রহমান। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনবিআর সদস্য পারভেজ ইকবাল এবং ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত প্রায় ২০০ জন প্রশিক্ষণার্থী কর্মশালায় অংশগ্রহণ করেন। এ সময় আবুল কাসেম খান বলেন, সরকার আগামী ১ জুলাই থেকে নতুন ভ্যাট আইন বাস্তবায়নের যে উদ্যোগ গ্রহণ করেছে সে বিষয়ে ব্যবসায়ীদের পাশপাশি সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বাড়ানো প্রয়োজন। প্রস্তাবিত ভ্যাট আইনে ভ্যাটের হার ৭ শতাংশ করার প্রস্তাব করেন তিনি। তিনি বলেন, ভ্যাটের হার কমলে দ্রব্যের দাম কমবে এবং অর্থনৈতিক কর্মকা- বাড়বে, যা দেশের অর্থনীতিকে আরও গতিশীল করবে। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান ঢাকা চেম্বারের প্রস্তাবিত ভ্যাট বিষয়ক মোবাইল এ্যাপ চালুর বিষয়টি জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক বিবেচনার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, বর্তমান সরকারের ডিজিটাল কার্যক্রমের অংশ হিসেবে ইতোমধ্যে বিকাশ ও অন্যান্য মোইল ব্যাংকিং কার্যক্রম সফলতা পেয়েছে।
×