ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

লেনদেনের শীর্ষে ব্যাংক খাত

প্রকাশিত: ০৬:০৩, ২৩ এপ্রিল ২০১৭

লেনদেনের শীর্ষে ব্যাংক খাত

গত সপ্তাহে খাতভিত্তিক লেনদেনে সেরা অবস্থানে রয়েছে ব্যাংক খাত। গত সপ্তাহে এই খাতে ডিএসইতে মোট লেনদেনের ২২ শতাংশ অবদান রয়েছে। লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, আলোচ্য সপ্তাহে ব্যাংক খাতে প্রতিদিন ১৫৩ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এরপরে বস্ত্র খাত ১৭ শতাংশ লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। এই খাতে প্রতিদিন ১১৯ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ব্যাংক বহির্ভূত আর্থিক খাতে ১৩ শতাংশ লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে। এই খাতে প্রতিদিন ৯৪ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকায় থাকা অন্য খাতগুলোর মধ্যে প্রকৌশল খাতে ১১ শতাংশ, ওষুধ-রসায়ন খাতে ১১ শতাংশ, বিদ্যুত ও জ্বালানি খাতে ৬ শতাংশ, বিবিধ খাতে ৬ শতাংশ, মিউচুয়াল ফান্ড খাতে ৩ শতাংশ, আবাসন ও সেবা খাতে ৩ শতাংশ লেনদেন হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার বারাকা পাওয়ারের ওয়েবসাইট হ্যাক করেছে পাক সাইবার পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বারাকা পাওয়ার লিমিটেডের ওয়েবসাইট হ্যাকিংয়ের কবলে পড়েছে। শুক্রবার দুপুর ১২টা থেকে ওই ওয়েবসাইটটি হ্যাকড হয়। পরে দীর্ঘ চেষ্টার পর শনিবার থেকে ওয়েবসাইটটি স্বাভাবিক হয়। কোম্পানি সূত্রে জানা গেছে, ‘পাক সাইবার’ নামের একটি হ্যাকার গ্রুপ কোম্পানির এ ওয়েবসাইটটি হ্যাক করে। সাইটটি হ্যাক করে হ্যাকাররা লিখেছে, ইয়োর সিস্টেম স্ট্যাম্পড বাই ‘পাক সাইবার’। তারা লিখেছে, আমাদের কাছে নিরাপত্তা একটি ভ্রম মাত্র, কারণ আমরা অপ্রতিরোধ্য। হ্যাকাররা আরও লিখেছে, নীরবতাই সবচেয়ে ভয়ঙ্কর ‘ভীতি’। উল্লেখ্য, ‘এ’ ক্যাটাগরির কোম্পানি বারাকা পাওয়ার লিমিটেড ২০১১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। -অর্থনৈতিক রিপোর্টার
×