ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সাপ্তাহিক বাজার পর্যালোচনা

পুঁজিবাজারে সব ধরনের সূচক কমেছে

প্রকাশিত: ০৬:০২, ২৩ এপ্রিল ২০১৭

পুঁজিবাজারে সব ধরনের সূচক কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ গত সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স, শরিয়াহ ও ডিএসই ৩০ সূচক কমেছে। একইসঙ্গে আর্থিক লেনদেন ও বাজার মূলধন কমেছে। এ ছাড়া বেশি সংখ্যক কোম্পানির দর কমেছে। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে। সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা গেছে, রবিবার নেতিবাচক প্রবণতা দিয়ে শুরুর পর একদিন মাত্র সামান্য উত্থান ঘটেছিল। বাকি চারদিনই সূচক কমেছিল। গত সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২৪ পয়েন্ট বা ২.২০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৪৬ পয়েন্টে। এ ছাড়া ডিএসই ৩০ সূচক কমেছে ৩৭ পয়েন্ট বা ১.৭৭ শতাংশ ও ডিএসইএক্স শরিয়াহ সূচক ২৩ পয়েন্ট বা ১.৭৫ শতাংশ কমেছে। এর আগের সপ্তাহে ডিএসইএক্স ৯১ পয়েন্ট বা ১.৫৮ শতাংশ কমেছিল। এদিকে গত সপ্তাহে মোট ৩ হাজার ৪৩২ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহে হয়েছিল ৩ হাজার ৫৯৩ কোটি ২৪ লাখ টাকার। এ হিসাবে লেনদেন কমেছে ৪.৪৬ শতাংশ। গত সপ্তাহে মোট লেনদেনের ৯৫.৫৩ শতাংশ ‘এ’ ক্যাটাগরিভুক্ত, ২.৯৮ শতাংশ ‘বি’ ক্যাটাগরিভুক্ত, ০.৯৪ শতাংশ ‘এন’ ক্যাটাগরিভুক্ত এবং ০.৫৫ শতাংশ ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানির শেয়ার ও ইউনিটের মধ্যে হয়েছে। সপ্তাহের শুরুত ডিএসইর বাজার মূলধন ছিল ৩ লাখ ৭৮ হাজার ৩৪৮ কোটি টাকা। সপ্তাহের শেষে তা কমে দাঁড়িয়েছে ৩ লাখ ৭৩ হাজার ৫৬৪ কোটি টাকায়। অর্থাৎ গত সপ্তাহে বাজার মূলধন কমেছে ১.২৬ শতাংশ। গত সপ্তাহে ডিএসইতে ৩৩২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৬টি বা ২২.৮৯ শতাংশ কোম্পানির। আর দর কমেছে ২৩১টি বা ৬৭.৫৮ শতাংশ কোম্পানির ও অপরিবর্তিত রয়েছে ২৫টি বা ৭.৫৩ শতাংশ কোম্পানির। গত সপ্তাহে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লংকাবাংলা ফাইন্যান্সের শেয়ার। এ সময় কোম্পানির ২৩৬ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত সপ্তাহের মোট লেনদেনের ৬.৮৯ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা শাহজিবাজার পাওয়ারের লেনদেন হয়েছে ১২২ কোটি ৯১ লাখ টাকার, যা সপ্তাহের মোট লেনদেনের ৩.৫৮ শতাংশ। ৮০ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে সিটি ব্যাংক। লেনদেনে এরপর রয়েছে যথাক্রমে- আরএসআরএম স্টিল, রিজেন্ট টেক্সটাইল, বিডিকম অনলাইন, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, আইডিএলসি ফাইন্যান্স, ইভিন্স টেক্সটাইলস ও তুং হাই নিটিং অ্যান্ড ডাইং। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো : বিডিকম, নদার্ন জুটস, বিআইএফসি, ইসলামিক ফাইনান্স, শাহজিবাজার পাওয়ার, আইসিবি এমপ্লয়ীজ মিউচুয়াল ফান্ড, ডেসকো, ফাস ফাইনান্স, তাকাফুল ইন্স্যুরেন্স ও প্যারামাউন্ট ইন্স্যুরেন্স। দর হারানোর সেরা কোম্পানিগুলো হলো : আইএফআইসি ব্যাংক, আল আরাফাহ ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড, লঙ্কাবাংলা ফাইনান্স, ফাস্ট ব্যাংক, ইন্টারন্যাশনাল লিজিং, মালেক স্পিনিং, হাক্কানী পাল্প ও পেনিনসুলা চট্টগ্রাম।
×