ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সংক্ষিপ্ত সংবাদ

প্রকাশিত: ০৬:০১, ২৩ এপ্রিল ২০১৭

সংক্ষিপ্ত সংবাদ

প্রথম বিভাগ হকি লীগে চ্যাম্পিয়ন পুলিশ স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ হকি ফেডারেশনের গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রথম বিভাগ হকি লীগ কমিটি জানিয়েছেÑ প্রথম বিভাগ হকি লীগের খেলায় পুলিশ ক্লাব বনাম ভিক্টোরিয়া এসসির মধ্যে পয়েন্ট সমান থাকায় শনিবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্লে অব ম্যাচ অনুষ্ঠিত হয়। এই ম্যাচে ভিক্টোরিয়া এসসি তাদের অধিকাংশ খেলোয়াড় আহত এবং বেশকিছু খেলোয়াড় বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরিরত থাকায় ম্যাচে খেলার অসুবিধার কথা জানিয়ে পত্র মারফত ফেডারেশনকে জানায়। ফলে মাঠে উপস্থিত পুলিশ হকি ক্লাবকে বিজয়ী ও ভিক্টোরিয়া এসসিকে রানার্সআপ ঘোষণা করা হয়। বিজয়ী দলের হতে ট্রফি তুলে দেন ফেডারেশনের সহ-সভাপতি খাজা রহমতউল্লাহ। এ সময় আরও উপস্থিত ছিলেন লীগ কমিটির চেয়ারম্যান মাজহারুল ইসলাম, সম্পাদক কামরুল ইসলাম কিসমত ও ফেডারেশনের অন্য কর্মকর্তারা। ওয়ালটন অ ১৮ জাতীয় ফুটবলের চূড়ান্ত পর্বের খেলা শুরু আজ স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) তত্ত্বাবধানে ‘ওয়ালটন অ ১৮ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ’-এর প্রাথমিক পর্বের খেলা দেশব্যাপী ৮ অঞ্চলে ৬৪ ফুটবল দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। এই ৮ অঞ্চল থেকে ৮ চ্যাম্পিয়ন দল যথাক্রমে ঢাকা, বিকেএসপি, বরিশাল, সাতক্ষীরা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী ও রংপুর অ ১৮ ফুটবল দলের অংশগ্রহণে চূড়ান্ত পর্বের খেলা আজ রবিবার থেকে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হবে। আজ বিকেল সাড়ে ৪টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। বিশেষ অতিথি ওয়ালটনের সিনিয়র এডিশনাল ডিরেক্টর এ্যান্ড হেড অব দ্য ডিপার্টমেন্ট (স্পোর্টস এ্যান্ড ওয়েলফেয়ার) এফএম ইকবাল বিন আনোয়ার ডন। থেমে গেল জোকোভিচের জয়রথ স্পোর্টস রিপোর্টার ॥ আগামী মাসেই শুরু হবে মৌসুমের দ্বিতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট ফ্রেঞ্চ ওপেন। কিন্তু ফরাসী টুর্নামেন্টের শিরোপা ধরে রাখার পথে আরেকবার বাধাগ্রস্ত হলেন বিশ্বের সাবেক শীর্ষ তারকা নোভাক জোকোভিচ। মন্টে কার্লো মাস্টার্সের কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিলেন সার্বিয়ান তারকা। শুক্রবার শেষ আটের লড়াইয়ে বেলজিয়ামের ডেভিড গফিনের কাছে ৬-২, ৩-৬ এবং ৭-৫ গেমে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েন জোকোভিচ। চার ম্যাচ পয়েন্ট বাঁচিয়েও শেষ রক্ষা হয়নি জোকোভিচের। টানা পাঁচ ম্যাচে জয়ের পরে এই প্রথম গফিনের কাছে পরাজয় স্বীকার করতে বাধ্য হলেন। হতাশাজনক ম্যাচটিতে বিশ্বের দুই নম্বর তারকা জোকোভিচ ১৭ ব্রেক পয়েন্টের মুখোমুখি হয়ে রক্ষা করতে পেরেছেন ১৩।
×