ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইনজুরিতে জেরবার ইউনাইটেড

প্রকাশিত: ০৬:০০, ২৩ এপ্রিল ২০১৭

ইনজুরিতে জেরবার ইউনাইটেড

স্পোর্টস রিপোর্টার ॥ উয়েফা ইউরোপা লীগের বিরতি শেষে আবারও মাঠে নামছে ম্যানচেস্টার ইউনাইটেড। শুরুর ধাক্কা সামলিয়ে দুর্দান্ত গতিতে ছুটতে থাকা জোশে মরিনহোর শিষ্যদের প্রতিপক্ষ আজ বার্নলি। ম্যাচটি হবে বার্নলির মাঠে। তবে তার আগেই ইনজুরিতে নাজেহাল অবস্থা প্রিমিয়ার লীগের সবচেয়ে সফল ক্লাবটির। দিনের অন্য ম্যাচে মাঠে নামছে লিভারপুলও। নিজেদের মাঠ এ্যানফিল্ডে জার্গেন ক্লপের দল আতিথ্য দেবে ক্রিস্টাল প্যালেসকে। গত বৃহস্পতিবার নাটকীয় এক জয়ে ইউরোপা লীগের সেমিফাইনালে উঠেছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। দুই লেগ মিলিয়ে তারা ৩-২ গোলে পরাজিত করেন বেলজিয়ান ক্লাব আন্ডারলেখটকে। সেমিতে সেল্টা ভিগোর বিপক্ষে নামতে হবে ম্যানইউকে। কিন্তু ইউরোপার শেষ চারে উঠলেও শান্তিতে নেই দলের অভিজ্ঞ কোচ জোশে মরিনহো। কারণ ইনজুরিতে যে মৌসুম শেষ হয়ে গেছে দলের অন্যতম সেরা তারকা জ¬াতান ইব্রাহিমোভিচের। নিজেদের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে আন্ডারলেখটের বিপক্ষে হেড করার সময় ডান হাঁটুতে আঘাত পেয়ে মাঠ ছাড়তে হয় ইব্রাকে। পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, পুরো মৌসুমের জন্যই মাঠের বাইরে চলে যেতে হচ্ছে তাকে। শুধু এই মৌসুম নয়, অন্তত ৯ মাসের ইনজুরিতে পড়েছেন সাবেক প্যারিস সেন্ট জার্মেইর এই সুইডিশ স্ট্রাইকার। আর ইউনাইটেডের সঙ্গে এ মৌসুমেই চুক্তি শেষ তার। সেক্ষেত্রে এটাই হয়ে যেতে পারে ইউনাইটেডে ইব্রার শেষ ম্যাচ। ফরাসী ক্লাব পিএসজি থেকে ওল্ড ট্রাফোর্ডে যোগ দেয়ার পর সব ধরনের প্রতিযোগিতামূলক ম্যাচে ২৮ গোল করেছেন ইব্রা। যার মধ্যে ইংলিশ লীগ কাপের ফাইনালে সাউদাম্পনের বিপক্ষে জোড়া গোলও রয়েছে সুইডিশ তারকার। ইব্রার ইনজুরির কারণে জোড়া ধাক্কা মরিনহোর। প্রিমিয়ার লীগে শীর্ষ চারের থাকতে পারবে কিনা, সেই শঙ্কার সঙ্গে ইউরোপা লীগ জয়ে নিয়েও সংশয়ে পড়ে গেছেন ‘স্পেশাল ওয়ান।’ এর আগে জুয়ান মাতা, ক্রিস স্মলিং, ফিল জোনস ও জেমস উইলসনও ইনজুরির কারণে ছিটকে গেছেন। সর্বশেষ এই তালিকায় যোগ দিলেন মার্কোস রোহো আর ইব্রাহিমোভিচ। এমন পরিস্থিতিতেও আশাবাদী মরিনহো। বার্নলির বিপক্ষে ম্যাচের আগে স্পেশাল ওয়ান বলেন, ‘আমি অপেক্ষা করতে চাই কিন্তু এই দুই জনের জন্য আমার মনের অবস্থাটা খুব ভাল না। তারপরও অপেক্ষা করে দেখি কী হয় কিন্তু সেটাও যেন পারছি না।’ ইব্রার ইনজুরি ভাগ্য খুলে দিতে পারে রাশফোর্ডকে। কেননা মাত্র ১৯ বছর বয়স। এই সময়ের মধ্যেই নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন মার্কাস রাশফোর্ড। ক্লাব কিংবা জাতীয় দল সর্বত্রই দুর্দান্ত ম্যানচেস্টার ইউনাইটেডের এই ইংলিশ ফরোয়ার্ড। বৃহস্পতিবার উয়েফা ইউরোপা লীগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে আন্ডারলেখটের বিপক্ষেও তার গোলেই সেমিফাইনালের টিকেট কাটে ম্যানইউ। যে কারণেই তার পারফর্মেন্সে মুগ্ধ ম্যানচেস্টার ইউনাইটেডেরই সাবেক তারকা মিডফিল্ডার পল স্কুলস। তার মতে, রাশফোর্ড ভবিষ্যতে বড় তারকা হবে। এমনকি নেইমার এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মাপের ফুটবলার হওয়ার যোগ্যতাও রাশফোর্ডের রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। এ বিষয়ে পল স্কুলস বলেন, ‘রাশফোর্ড যে প্রতিভাবান সেন্টার ফরোয়ার্ড হবে সে বিষয়ে কোন সন্দেহ নেই। মাত্র ১৯ বছর বয়সেই সে ক্লাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আপনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর রেকর্ডের দিকে তাকান এবং নেইমারের মতো খেলোয়াড়ের দিকে তাকান। রাশফোর্ডেরও সেই রকম হওয়ার সামর্থ্য রয়েছে। এটা তাকেই জাগিয়ে তুলতে হবে। সে বৈশ্বিক তারকা হতে পারে।’ চলতি মৌসুমে ইতোমধ্যেই ১০ গোল করেছেন রাশফোর্ড। তবে বেশিরভাগ সময়ই মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। কিন্তু আন্ডারলেখটের বিপক্ষে চোঁট পাওয়া ইব্রাহিমোভিচ ছিটকে পড়ায় মৌসুমের বাকি সময়টাতে রাশফোর্ডের উপরই নির্ভর করতে হবে মরিনহোকে। ইংলিশ ফুটবলের সবচেয়ে সফল দলের তকমাটা গায়ে মাখানো ইউনাইটেডের। অথচ গত কয়েক মৌসুম ধরে এতটাই ব্যর্থ যে চ্যাম্পিয়ন্স লীগেই খেলতে পারছে না রেড ডেভিলসরা। তবে এবার ইউরোপের এলিট এই টুর্নামেন্টে খেলতে মরিয়া তারা। তাই প্রিমিয়ার লীগের শীর্ষ চারে থেকে এই মৌসুম শেষ করতে চান জোশে মরিনহো। ৩১ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে পঞ্চম স্থানে রয়েছে ম্যানইউ। এক ম্যাচ বেশি খেলে ৬৪ পয়েন্ট নিয়ে তাদের উপরে ম্যানচেস্টার সিটি।
×