ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ধোনি তাণ্ডবে পুনের কাছে ধরাশায়ী হায়দরাবাদ

প্রকাশিত: ০৬:০০, ২৩ এপ্রিল ২০১৭

ধোনি তাণ্ডবে পুনের কাছে ধরাশায়ী হায়দরাবাদ

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) শনিবার মহেন্দ্র সিং ধোনির ঝড়ো ব্যাটিংয়ের সৌজন্যে ‘ডিফেন্ডিং’ চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৬ উইকেটের দারুণ জয় পেয়েছে রাইজিং পুনে সুপারজায়ান্ট। ময়েসিস হেনরিকস (২৮ বলে ৫৫*) ও অধিনায়ক ডেভিড ওয়ার্নারের (৪০ বলে ৪৩) ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৭৬ রানের ‘ফাইটিং’ স্কোর গড়ে হায়দরাবাদ। জবাবে ৪ উইকেট হারানো পুনেকে ইনিংসের শেষ বলে চার মেরে নাটকীয় জয় উপহার দেন ধোনি। মাত্র ৩৪ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৬১ রানে অপরাজিত থাকেন ভারতের দু-দুটি বিশ্বকাপজয়ের কা-ারি। এ যেন সেই ‘ফিনিশার’ ধোনি। সমালোচকদের বুঝিয়ে দিলেন ব্যাট হাতে নিজের দিনে এখনও প্রতিপক্ষের যমদূত তিনি। এছাড়া ৪১ বলে ৫৯ রানের কার্যকর ইনিংস খেলে জয়ের পথে গুরুত্বপূর্ণ অবদান রাখেন রাহুল ত্রিপাথি। এদিনও হায়দারবাদ স্কোয়াডে জায়গা হয়নি বাংলাদেশী তারকা পেসার মুস্তাফিজুর রহমানের। তাকে বাইরে রেখে দল সাজায় চ্যাম্পিয়নরা। শ্রীলঙ্কা সফর শেষে ভারতে উড়ে যাওয়ার পর নিজের প্রথম ম্যাচে বাজে পারফর্মের পরই বাদ পড়েন তিনি। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে সেদিন ২.৪ ওভারে ৩৪ রান খরচ উইকেটের দেখা পাননি। তারপর থেকে আর একাদশে জায়গা হয়নি। অথচ গত মৌসুমে দলটির শিরোপা জয়ের অন্যতম নায়ক ছিলেন টাইগার কাটার মাস্টার। অন্যদিকে টানা পাঁচ ম্যাচ পর শুক্রবার কলাকাতা নাইটরাডার্সের হয়ে এবারের আসরে প্রথম সুযোগ পান আরেক বাংলাদেশী তারকা সাকিব-আল হাসান। শেষ মুহূর্তে ব্যাটিংয়ে নেমে মাত্র এক বল খেলে ১ রানে অপরাজিত থাকেন। বোলিংয়ে শুরুতে ডাক পেলেও প্রথম ওভারে দেন ৯ রান। দ্বিতীয় ওভারে ১৪ ও তৃতীয় ওভারে দেন আরও ৮ রান। মোট ৩১ রান দিয়ে জোটেনি কোন উইকেট। সাকিবের অমন বিবর্ণ বোলিংয়ের ম্যাচে হারটাও যেন কাম্য ছিল কলকাতার, হয়েছেও তাই। গুজরাট লায়ন্সের কাছে ৪ উইকেটে ধরাশায়ী হয় গৌতম গাম্ভীরের দল।
×