ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বেতন বাড়ল ক্রিকেটারদের

প্রকাশিত: ০৫:৫৮, ২৩ এপ্রিল ২০১৭

বেতন বাড়ল ক্রিকেটারদের

স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় দলের ক্রিকেটারদের বেতন বাড়ল। এখন থেকে এ প্লাস ক্যাটাগরির ক্রিকেটাররা ৪ লাখ টাকা করে বেতন পাবেন। এই তালিকায় আছেন- ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহীম, টি২০ দলের অধিনায়ক সাকিব আল হাসান এবং ওপেনার তামিম ইকবাল। পাঁচ ক্যাটাগরিতে ক্রিকেটারদের বেতন বাড়ানো হয়েছে। এ প্লাস, এ, বি, সি, ডি ক্যাটাগরি করা হয়েছে। বেতন বাড়ানোর বিষয়টি শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনই ঘোষণা করেন। এ বছর বিসিবির প্রথম পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হয় শনিবার। এই সভাতেই এ সিদ্ধান্ত হয়। সভায় সিদ্ধান্ত অনুযায়ী ২০১৭ সাল থেকে নতুন স্কেলে বেতন ও ম্যাচ ফি পাবেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। বর্তমান বেতনের ৬০ ভাগ বেশি বেতন পাবেন ক্রিকেটাররা। সর্বোচ্চ বেতন স্বাভাবিকভাবেই এ প্লাস ক্যাটাগরির ক্রিকেটাররা পাবেন। সভার সিদ্ধান্ত অনুযায়ী ‘এ প্লাস’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা আগে যেখানে পেতেন মাসে ২ লাখ ৫০ হাজার টাকা, এখন থেকে পাবেন ৪ লাখ টাকায়। এর আগে মাহমুদুল্লাহ রিয়াদও ‘এ প্লাস’ ক্যাটাগরিতে ছিলেন। কিন্তু এবার রেটিং পয়েন্ট কমে যাওয়ায় ‘এ’ ক্যাটাগরিতে মাহমুদুল্লাহর স্থান হয়েছে। তাতে ‘এ’ ক্যাটাগরিতে থাকা ক্রিকেটাররা আগে বেতন পেতেন ২ লাখ টাকা। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ টাকা। ‘বি’ ক্যাটাগরির বেতন ১ লাখ ৫০ হাজার থেকে বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ টাকায়। ‘সি’ ক্যাটাগরির ১ লাখ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৫০ হাজার টাকা। আর ‘ডি’ ক্যাটাগরির বেতন ৭৫ হাজার টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ টাকা। ম্যাচ ফি’র পরিমাণও বাড়ানো হয়েছে। আগে যেখানে ওয়ানডেতে ম্যাচ ফি’র পরিমাণ ছিল ১ লাখ টাকা, সেটা দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে ২ লাখ টাকায়। টেস্ট ম্যাচ ফি ছিল ২ লাখ টাকা। তা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৫০ হাজার টাকায় (৭৫ ভাগ)। আর টি২০ ক্রিকেটের ম্যাচ ফি ৭৫ হাজার টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৫ হাজার (৬৬.৬৬ ভাগ) টাকায়। চলতি বছরের জানুয়ারি থেকেই এ বেতন কার্যকর হবে।
×