ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টেলএন্ডারদের দৃঢ়তায় উইন্ডিজের রক্ষা

প্রকাশিত: ০৫:৫৭, ২৩ এপ্রিল ২০১৭

টেলএন্ডারদের দৃঢ়তায় উইন্ডিজের রক্ষা

স্পোর্টস রিপোর্টার ॥ শেষ রক্ষা হবে কিনা, সেটি পরের বিষয়- তবে জ্যামাইকা টেস্টের প্রথম ইনিংসে টেলএন্ডার ব্যাটসম্যানরাই উইন্ডিজকে বড় বাঁচা বাঁচিয়ে দিয়েছেন। মোহাম্মদ আমিরের পেস-তা-বে এক পর্যায়ে ৭১ রানে ৫ উইকেট হারানো স্বাগতিকদের প্রথম দিন শেষে সংগ্রহ ৭ উইকেটে ২৪৪। ছয় ও সাত নম্বরে নেমে হাফসেঞ্চুরি করেছেন রোস্টন চেজ (৬৩) ও শেন ডরিচ (৫৬)। অধিনায়ক জেসন হোল্ডার ৩০ ও দেবেন্দ্র বিশু ২৩ রান নিয়ে ব্যাট করছেন। ২৮ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন আমির। লেগস্পিনর ইয়াসির শাহর শিকার সংখ্যা ২। সফরকারী পাকিস্তানের সঙ্গে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলছে ক্যারিবিয়রা। টস জিতে ফিল্ডিং নেন ক্যারিয়ারের শেষ সিরিজ খেলতে নামা পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল হক। আমিরের দুর্দান্ত বোলিংয়ে সকালেই বিপদে পড়ে উইন্ডিজ। বাঁহাতি পেসারের দুই ডেলিভারিতে উড়ে যায় শিমরন হেটমায়ার (১১) ও শাই হোপের (২) অফ স্টাম্প। অভিষিক্ত বাঁহাতি ব্যাটসম্যান হেটমায়ার সময়মতো ব্যাট নামাতে পারেননি। ডানহাতি হোপের ব্যাটের কানা ফাঁকি দিয়ে বল আঘাত হানে স্টাম্পে। ৭১ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পরে যায় স্বাগতিকরা। ১১৮ রানের জুটিতে সেখান থেকে দলকে বের করে আনেন চেজ ও ডাওরিচ। আমির-মোহাম্মদ আব্বাস-ওয়াহাব রিয়াজকে সামাল দেন দারুণ দক্ষতায়। হাফসেঞ্চুরি পূরণের পর পরই ইয়াসিরকে দু-জনেই উইকেট দিয়ে আসেন। ওয়াহাবের দুর্দান্ত ক্যাচে পরিণত হন চেজ, আর পরের বলে লেগে অনেকটা সরে গিয়ে খেলতে গেলে বোল্ড উইকেটরক্ষক-ব্যাটসম্যান ডাওরিচ। তাদের দেখানো পথে হোল্ডার-বিশুর অবিচ্ছিন্ন ৫৫ রানের জুটিতে দিন শেষে অনেকটাই ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা।
×