ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইউনুস খানের কণ্ঠে নতুন সুর

প্রকাশিত: ০৫:৫৬, ২৩ এপ্রিল ২০১৭

ইউনুস খানের কণ্ঠে নতুন সুর

স্পোর্টস রিপোর্টার ॥ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চাইলে অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসবেন ইউনুস খান। ইএসপিএন ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাতকারে এমনটাই জানিয়েছেন দেশটির সর্বোচ্চ টেস্ট রানের মালিক। চলমান ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর আগাম ঘোষণা দেন ইউনুস ও টেস্ট অধিনায়ক মিসবাহ-উল হক। দু’দিন আগে মিসবাহ বলেছিলেন, দারুণ ফর্ম ও ফিটনেস বিবেচনায় নিয়ে ইউনুসের উচিত আরও ১-২ বছর খেলা চালিয়ে যাওয়া। সেটা পাকিস্তানের স্বার্থে, কারণ দলে এখনও তার বিকল্প তৈরি হয়নি। তারপরই ইউনুস এই নতুন ভাবনার কথা জানালেন, তিনি বলেন, ‘হ্যাঁ, আমি এটা নিয়ে ভাবতে চাই। সবটা নির্ভর করছে আমার দল আমাকে কতটা চায় তার ওপর। যদি তারা আমাকে অনুরোধ করে এবং পাকিস্তানের মানুষ চায়, তবে কেন নয়? তবে সবকিছুই আমার দলের ওপর নির্ভর করছে।’ শ্রদ্ধাবনত চিত্তেই মিসবাহ জানিয়েছিলেন, তারা দুজন একসঙ্গে বিদায় নিলে টেস্ট ক্রিকেটে বড় রকমের সমস্যায় পড়বে পাকিস্তান। সেটি স্বীকার করে ইউনুস আরও যোগ করেন, ‘এটা ঠিক যে আমরা একসঙ্গে অবসরে গেলে দল বিপাকে পড়বে। আমি এটা নিয়ে বেশ চিন্তা করেছি। সিদ্ধান্ত পুনর্বিবেচনার ভার আমার দল আর বোর্ডের ওপর ছেড়ে দিয়েছি। তারা যদি মনে করে আমাকে প্রয়োজন, তাহলে আমি হয়ত আরও কিছুদিন চালিয়ে যেতে পারি। সতীর্থ ও বোর্ডের মতো যদি আমার দেশের মানুষ আমাকে দেখতে চায়, আমি নিজেও যদি ব্যাট হাতে পাকিস্তানের হয়ে অবদান রাখতে পারি, তাহলে কেন অবসর নেব? গত অস্ট্রেলিয়া সফরেই অধিনায়ক মিসবাহ আমাকে এটা বুঝিয়েছেন। আমি গুরুত্ব দিয়ে ভাবছি। কিন্তু, বিষয়টা এখন সম্পূর্ণই বোর্ডের ওপর ছেড়ে দিয়েছি।’ শুক্রবার জ্যামাইকায় তিনি ম্যাচ সিরিজের প্রথম টেস্টে নামার আগে অধিনায়ক মিসবাহ বলেন, ‘আমি ইউনুসের সঙ্গে কথা বলেছি। তাকে বলেছি খেলা চালিয়ে যেতে। সে আরও দুই-এক বছর খেলতে পারবে। নতুনদের দিয়ে তার স্থান পূরণ হওয়ার নয়। পাকিস্তান দল তাকে শুধু একজন ব্যাটসম্যান হিসেবেই হারাবে না, একজন উপদেষ্টা হিসেবেও মিস করবে। সে অন্যদের জন্য রোল মডেল। আর তার জায়গা পূরণ করাটাও বেশ কঠিন। দলের প্রত্যেকের মতো আমিও ইউনুসের কাছে অনেক কিছু শিখছি। সে আমাদের ড্রেসিংরুমের পরিবেশ মুহূর্তেই পাল্টে দিতে পারে। ফিটনেস থাকলে তার আরও খেলে যাওয়া উচিত।’ মিসবাহর বয়স ৪৩ ছুঁই ছুঁই, ইউনুসের ৩৯। দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ারে কেবল সর্বোচ্চ টেস্ট রানই (৯,৯৭৭) নয়, পাকিস্তানের সর্বাধিক ৩৪ সেঞ্চুরিসহ অনেক রেকর্ডই তার দখলে। ফর্ম ফিটনেস দুটোই চমৎকার। সুতরাং ইউনুসের অবসর সিদ্ধান্ত পুনর্বিবেচনার বিষয়টি পিসিবির লুফে নেয়া উচিত।
×