ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অলিম্পিক স্বর্ণপদক জয়ী যুক্তরাষ্ট্রের রোলিন্স এক বছর নিষিদ্ধ

প্রকাশিত: ০৫:৫৬, ২৩ এপ্রিল ২০১৭

অলিম্পিক স্বর্ণপদক জয়ী যুক্তরাষ্ট্রের রোলিন্স এক বছর নিষিদ্ধ

স্পোর্টস রিপোর্টার ॥ ২০১৬ রিও অলিম্পিকে মহিলাদের ১০০ মিটার হার্ডলসে স্বর্ণপদকধারী যুক্তরাষ্ট্রের হার্ডলার ব্রিয়ান্না রোলিন্সকে আগামী এক বছরের জন্য আন্তর্জাতিক এ্যাথলেটিক্স অঙ্গনের সব রকম প্রতিযোগিতামূলক আসর থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। তার অপরাধÑ তিনি ডোপ টেস্টের জন্য প্রয়োজনীয় তথ্য-উপাত্ত দেননি। ফলে তাকে নিষিদ্ধ ঘোষণা করে ইউএস ডোপিং এজেন্সি (ইউএসএডিএ)। এই শাস্তিই শেষ নয় ২৫ বছর বয়সী কৃষ্ণাঙ্গ-সুর্দশনা ব্রিয়ান্নার জন্য। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত যেসব প্রতিযোগিতায় অংশ নিয়েছেন, সেগুলোর ফল বা অর্জিত পদকও কেড়ে নেয়া হবে। তবে তারিখের মারপ্যাঁচে আসল পদকটা ঠিকই নিজের কব্জায় রাখতে পারবেন ব্রিয়ান্না। সেটা নিশ্চয় তার কাছে দারুণ মূল্যবান। আর তা হলো ২০১৬ সালের রিও অলিম্পিকের স্বর্ণপদকটি। এই নিষেধাজ্ঞার ফলে ব্রিয়ান্না আগামী আগস্টে ইংল্যান্ডের লন্ডনে অনুষ্ঠিতব্য আইএএএফ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারবেন না। এই আসরে স্বর্ণজয়ের ক্ষেত্রে বিশেষজ্ঞরা তাকেই ফেবারিট মনে করেছিলেন। এদিকে ইউএস ডোপিং এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, ‘২৫ বছর বয়সী এ্যাথলেট ব্রিয়ান্না গত এক বছরের মধ্যে ডোপ সংক্রান্ত তথ্য সরবরাহে তিনবার ব্যর্থ হয়েছেন, যা অপরাধের শামিল। ফলে তাকে শাস্তি পেতেই হবে।’ অনেকেই এতে মনে করছেন ডোপ টেস্টে পজেটিভ হওয়ার আশঙ্কাতেই এমনটা করেছেন ব্রিয়ান্না। অথচ ২০১৬ সালে ব্রিয়ান্না আটবার ডোপ টেস্টে অংশ নিয়ে প্রতিবারই ‘নেগেটিভ’ হন। অথচ পরের টেস্টগুলোতে (২০১৬ সালের ২৭ এপ্রিল, ১৩ এবং ১৭ সেপ্টেম্বর) অংশ না নেয়ায় তার প্রতি স্বভাবতই সন্দেহ প্রকাশ করে ইউএস ডোপিং এজেন্সি। তারা একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটির সেই সন্দেহ এবং তদন্তের ফলই এখন গড়াল এক বছরের নিষেধাজ্ঞার শাস্তিতে। নিষেধাজ্ঞার বিষয়টি প্রকাশিত হওয়ার পর ব্রিয়ান্না এক বিবৃতিতে বলেন, ‘এই শাস্তি আমি মেনে নিচ্ছি। যা ঘটেছে তার জন্য আমি পূর্ণ দায়-দায়িত্ব স্বীকার করে নিচ্ছি। আর সেই সঙ্গে দুঃখ প্রকাশ করছি আমার সেসব ভক্তদের, যাদের আমি হতাশ করেছি। আমি খুবই হতাশ যে এ বছরের কোন আউটডোর প্রতিযোগিতায় আমাকে দেখা যাবে না বলে। আশা করি যা ঘটেছে, তা থেকে আমি অবশ্যই ইতিবাচক শিক্ষা গ্রহণ করব এবং ভবিষ্যতে তা কাজে লাগাব। আশা করি ২০১৮ সালে আবারও আমি ট্র্যাকে ফিরব এবং আগের মতোই আপনাদের অকুণ্ঠ সমর্থন নিয়ে সাফল্য পাব।’ রিও অলিম্পিক ছাড়া ব্রিয়ান্নার ক্যারিয়ারের ঝুলিতে ভরা আছে আরও তিনটি পদক। দুটি স্বর্ণ এবং একটি রৌপ্য। ২০১২ সালে মেক্সিকোর ইরাপোয়াতোতে অনুষ্ঠিত এনএসিএসি অনুর্ধ ২৩ চাম্পিয়নশিপে ১০০ মিটার হার্ডলসে এবং ২০১৩ সালে রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে একই ডিসিপ্লিনে স্বর্ণ এবং ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ডে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইনডোর চ্যাম্পিয়নশিপে ৬০ মিটার হার্ডলসে রৌপ্যপদক বিজয়িনী ব্রিয়ান্না রোলিন্স কি এক বছর পর আবারও ফিরতে পারবেন স্বমহিমায়? সেটাই এখন দেখার বিষয়।
×