ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঈর্ষান্বিত হয়েই শারাপোভার বিরোধিতা

সমালোচকদের মোক্ষম জবাব!

প্রকাশিত: ০৫:৫৫, ২৩ এপ্রিল ২০১৭

সমালোচকদের মোক্ষম জবাব!

স্পোর্টস রিপোর্টার ॥ মারিয়া শারাপোভার বিরোধিতা করে ক্যারোলিন ওজনিয়াকি এবং এ্যাঞ্জেলিক কারবারের মতো টেনিস বিশ্বের শীর্ষ তারকারা সমালোচনা করেছেন আরও আগেই। এই তালিকায় সর্বশেষ যোগ দেন এ্যাগনিয়েস্কা রাদওয়ানাস্কা। পোল্যান্ডের এই টেনিস তারকা মনে করেন, শারাপোভার ফ্রেঞ্চ ওপেনের ওয়াইল্ড কার্ড নেয়াটা মোটেই উচিত হবে না। তার মতে, এই টুর্নামেন্ট তাদের জন্য যারা ইনজুরি, অসুস্থতা অথবা টানা টুর্নামেন্ট খেলতে খেলতে র‌্যাঙ্কিংয়ের নিচের দিকে ছিটকে গেছেন। তাই রাদওয়ানাস্কা মনে করেন, শারাপোভার ফ্রেঞ্চ ওপেনে খেলাটা মোটেই ঠিক হবে না। তবে এসব সমালোচনাকারীদের বিরুদ্ধে মুখ খুলেছেন রাশিয়ান টেনিসের গ্ল্যামারগার্ল মারিয়া শারাপোভার প্রতিনিধি ম্যাক্স এইসেনবাদ। তিনি মনে করেন, ফ্রেঞ্চ ওপেনে শারাপোভাকে খেলানোর বিরোধিতা করেন যারা কখনই কোন গ্র্যান্ডসøাম জিততে পারেননি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘তাদের সকলেই যারা জার্নিম্যান (শুধুই সফর করেন) অর্থাৎ এ্যাগনিয়েস্কা রাদওয়ানাস্কা এবং ক্যারোলিন ওজনিয়াকির মতো খেলোয়াড়াই শারাপোভার ঈর্ষা করেন। যারা কখনই কোন গ্র্যান্ডসøাম জিততে পারেননি তারাই চান প্যারিস থেকে শারাপোভা দূরে সরে থাকুক।’ আগামী মাসের শেষের দিকেই শুরু হবে মৌসুমের দ্বিতীয় গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট ফ্রেঞ্চ ওপেন। এবারের এই টুর্নামেন্টে মহিলা এককের শীর্ষ সব তারকারাই কোর্টের বাইরে। অন্তঃসত্ত্বা হওয়ার কারণে ফ্রেঞ্চ ওপেনে খেলবেন না আমেরিকান টেনিসের জীবন্ত কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। সম্প্রতি তার প্রতিনিধি গণমাধ্যমের কাছে নিশ্চিত করেছেন যে, আসছে শরতেরই নতুন অতিথির আলোয় আলোকিত হবে সেরেনার ঘর। গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন গর্ভবতী থাকা অবস্থায়। সে সময় তিনি তার বড় বোন ভেনাস উইলিয়ামকে হারিয়েই রেকর্ড ২৩ গ্র্যান্ডসøাম জয়ের রেকর্ড গড়েন। গর্ভবতী হওয়ার কারণে এখন সামনের অন্তত তিন টুর্নামেন্টে খেলা হবে না সেরেনার। এগুলো হলো ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেন। গত বছর সন্তান জন্ম দিয়েছেন বেলারুশ সুন্দরী ভিক্টোরিয়া আজারেঙ্কাও। তাই সাবেক নাম্বার ওয়ান এই তারকাকেও দেখা যাবে না ফ্রেঞ্চ ওপেনে। তবে সন্তান জন্মের সাত মাস পর টেনিস কোর্টে ফেরার ঘোষণা দিয়েছেন দুটি গ্র্যান্ডসøামের মালিক। স্ট্যানফোর্ড টুর্নামেন্ট দিয়েই টেনিসে ফেরার ঘোষণা দিয়েছেন ভিক্টোরিয়া আজারেঙ্কা। দুর্বৃত্তদের চুরিকাঘাতে দীর্ঘদিন ধরে টেনিস থেকে নির্বাসনে চেকপ্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভাও। তাই ফ্রেঞ্চ ওপেনে খেলা নিয়ে সংশয়ে রয়েছেন তিনিও। যদিওবা প্যারিসের এই টুর্নামেন্টে খেলার ইচ্ছে পোষণ করেছেন উইম্বলডনের চ্যাম্পিয়ন কেভিতোভা। সেরেনা-কেভিতোভা-আজারেঙ্কা ফ্রেঞ্চ ওপেনে না থাকার সুযোগটাই টেনিসের সফরসঙ্গীরা নিতে চান বলে মনে করেন শারাপোভার প্রতিনিধি। এ বিষয়ে ম্যাক্স এইসেনবাদ বলেন, ‘সেরেনা নেই, শারাপোভা নেই, ভিক্টোরিয়া আজারেঙ্কা নেই, পেত্রা কেভিতোভাও নেই, তাই এটাই তাদের জয়ের দারুণ সুযোগ। যে কারণেই তারা শারাপোভার বিরোধিতায় মেতেছেন।’ সুদীর্ঘ ক্যারিয়ারে পাঁচ গ্র্যান্ডসøাম জয়ের স্বাদ পেয়েছেন মারিয়া শারাপোভা। কিন্তু গত বছরের শুরুতেই গোটা বিশ্বকে অবাক করে ডোপ টেস্টে পজিটিভ হন রাশিয়ান তারকা। নিষেধাজ্ঞার মেয়াদ প্রথমে দুই বছর হলেও পরবর্তীতে তা নয় মাস কমে ১৫ মাস করা হয়। যে কারণেই এ মাসের শেষের দিকে নির্বাসন থেকে আবারও টেনিস কোর্টে ফিরতে যাচ্ছেন সাবেক নাম্বার ওয়ান এই তারকা। স্টুটগার্ট ওপেন দিয়ে নতুন অধ্যায় শুরু করতে যাওয়া শারাপোভা ইতোমধ্যেই মাদ্রিদ ওপেন এবং রোম মাস্টার্সে খেলার আমন্ত্রণ পেয়েছেন। কিন্তু ফ্রেঞ্চ ওপেনে ফেরা নিয়েই রয়েছে সংশয়। তবে রাশিয়ান তারকা ফরাসী ওপেনে ফিরতে মরিয়া।
×