ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিটিসিএলে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী কর্মচারীদের বদলি ও হয়রানির প্রতিবাদ

প্রকাশিত: ০৫:৫১, ২৩ এপ্রিল ২০১৭

বিটিসিএলে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী কর্মচারীদের বদলি ও হয়রানির প্রতিবাদ

বাংলাদেশ টিএ্যান্ডটি শ্রমিক কর্মচারী ফেডারেশন ইউনিয়ন (সিবিএ) সংগঠনের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী কর্মচারীদের বদলি ও হয়রানির প্রতিবাদ জানিয়েছে। সম্প্রতি সংগঠনের এক জরুরী বৈঠকে বক্তারা বলেন, লক্ষ্য করা যাচ্ছে ছোটখাট ঘটনায় তদন্ত কমিটি গঠন করে বিটিসিএলের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী কর্মচারীদের বদলি ও হয়রানি করা হচ্ছে। কর্মচারীদের আত্মপক্ষ সমর্থনের কোন সুযোগ না দিয়ে স্ট্যান্ড রিলিজ করা হচ্ছে। আমরা মনে করি এটি উদ্দেশ্যমূলক। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সিবিএ’র পরীক্ষিত ত্যাগী নেতাকর্মীদের অত্যন্ত সুকৌশলে বদলি করে বিরোধী জোটের নেতাকর্মীদের সুযোগ করে দেয়াই এর মূল লক্ষ্য। বৈঠকে বক্তারা গত চার মাসের সকল বদলি আদেশ বাতিল করার দাবি জানিয়ে বলেন, অন্যথায় যে কোন পরিস্থিতির জন্য প্রশাসন দায়ী থাকবে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও জাতীয় মহিলা শ্রমিক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি সুলতানা আনোয়ারের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন সেক্রেটারি জেনারেল এসএমএ মুকিত হিরু, এএইচএম নজরুল ইসলাম, লায়েক আলী মৃধা, মোজাম্মেল হক সিদ্দিকী শামীম, বাবু শান্তি রঞ্জন সাহা, মোঃ জাফরুল আহসান সোহাগ, জুম্মান মিয়া, আনোয়ার হোসেন মনু, মাযহারুল হক মশিউর প্রমুখ। তারা বলেন, বঙ্গবন্ধুর আদর্শের এই সংগঠন মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী কর্মচারীদের ঐক্যবদ্ধ করার সঙ্গে সঙ্গে ন্যায়সঙ্গত দাবি আদায়ে সদা সচেষ্ট। প্রতিটি নেতাকর্মী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বাসী। ঐক্যবদ্ধ এই সংগঠনটি বিটিসিএলে প্রথম সিবিএ হিসেবে নির্বাচিত। -বিজ্ঞপ্তি
×