ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টয়লেট নির্মাণের পর বিয়ে

প্রকাশিত: ০৫:৪৯, ২৩ এপ্রিল ২০১৭

টয়লেট নির্মাণের পর বিয়ে

নিজের গ্রামের প্রতিটি পরিবারে থাকবে একটি করে টয়লেট। এবং সবাই তা ব্যবহার করবে। কঠিন এ কাজটি শেষ করে বিয়ের পিঁড়িতে বসার প্রতিজ্ঞা নিয়েছিলেন মহারাষ্ট্রের হিবার গ্রামের তরুণ বিভূতি। অবশেষে নিজের প্রতিজ্ঞা পূরণ করতে সক্ষম হয়েছেন তিনি। গ্রামের প্রতিটি বাড়িতে টয়লেট তৈরি হওয়ার পর শুক্রবার বিয়ে করলেন বিভূতি। স্বপ্নপূরণ হওয়ায় লাটুর জেলার সংগাম গ্রামের এক পাত্রীকে বিয়ে করলেন ২৬ বছরের এ তরুণ। জেলার তথ্য কর্মকর্তা কিরণ মোঘে জানান, মোদির স্বচ্ছ ভারত অভিযান থেকে অনুপ্রেরণা পেয়ে গ্রামকে পরিচ্ছন্ন করার প্রতিজ্ঞা নেন বিভূতি। প্রতিটি গ্রামবাসীকে বাড়িতে টয়লেট নির্মাণের অনুরোধ জানিয়ে খোলা স্থানে শৌচকর্ম না করার প্রচার চালান। উল্লেখ্য, তিন বছর আগে গ্রামের ৩৫১টি বাড়ির মধ্যে টয়লেট ছিল ১৭৪টিতে। আর বাকিগুলো নির্মাণের শপথ নেন বিভূতি। শেষ পর্যন্ত বাকি ১৭৭টি বাড়িতে টয়লেট নির্মাণের পরই নিজের প্রতিজ্ঞা অনুযায়ী বিয়ে করেন তিনি। -ওয়েবসাইট
×