ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সৌরবিদ্যুত চালিত হাসপাতাল

প্রকাশিত: ০৫:৪৯, ২৩ এপ্রিল ২০১৭

সৌরবিদ্যুত চালিত হাসপাতাল

প্রথম সৌরবিদ্যুত চালিত সরকারী হাসপাতাল হতে যাচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের বেলেঘাটার আইডি। প্রকল্পের কাজ শুরু করতে এরই মধ্যে দরপত্র দিয়েছে কর্তৃপক্ষ। এ বছরের মধ্যেই কাজ আরম্ভ করা হবে বলে জানিয়েছে হাসপাতালের কর্মকর্তারা। হাসপাতাল সূত্র জানায়, ৭০০ শয্যাবিশিষ্ট এ হাসপাতালে গড়ে প্রতিদিন বিদ্যুতের প্রয়োজন হয় ১৫০ কিলোওয়াট। এ প্রকল্প বাস্তবায়িত হলে আরও বেশি বিদ্যুত পাওয়া যাবে। দিনের বেলা বিদ্যুতের চাহিদা পূরণ করবে সোলার প্যানেল এবং ইউনিটগুলো। এতে বছরে প্রায় সাড়ে ১৩ লাখ টাকা কম খরচ হবে হাসপাতালটির। -ওয়েবসাইট
×