ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বজ্রপাতে দুই কৃষকসহ চারজনের মৃত্যু

প্রকাশিত: ০৫:৪০, ২৩ এপ্রিল ২০১৭

বজ্রপাতে দুই কৃষকসহ চারজনের মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ দেশের বিভিন্নস্থানে বজ্রপাতে কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চট্টগ্রামের সন্দ্বীপে দুই কৃষক, ঝালকাঠির নলছিটিতে এক মাদ্রাসা ছাত্র এবং বাগেরহাটে এক যুবক রয়েছেন। শুক্রবার সন্ধ্যা ও শনিবার এসব মৃত্যুর ঘটনা ঘটে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। চট্টগ্রামের সন্দ্বীপে শনিবার দুপুরের দিকে বজ্রপাতে কালাপানিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউনুস ভেন্টারের বাড়ির নিজাম মাস্টারের পুত্র মোঃ শামীম (৩৫) ও ফতেরগো বাড়ির আব্দুল বাতেনের পুত্র মোঃ দিদার হোসেন মারা গেছে। দুজনই এলাকায় কৃষি কাজ করতেন। জানা যায়, কালাপানিয়া এলাকায় ৮নং ওয়ার্ডের বাসিন্দা শামীম ও দিদার সকালে জমিতে গরু বেঁধে দিয়ে আসেন। দুপুরেরদিকে আকাশ মেঘলা দেখে গরু আনতে যান জমিতে। গরু আনার পথে বজ্রপাতে তারা আহত হন। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে সন্দ্বীপ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন। সন্দ্বীপ থানার অফিসার ইনচার্জ মোঃ শামসুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নলছিটিতে মাদ্রাসাছাত্রের মৃত্যু ঝালকাঠির নলছিটিতে বজ্রপাতে জাহিদুল ইসলাম (১২) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় মাঠে গরু আনতে গেলে বজ্রপাতে তার মৃত্যু হয়। জাহিদুল কামদেবপুর গ্রামের দিনমজুর শহিদুল ইসলামের ছেলে। সে কামদেবপুর ডি এস আলিম মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্র। জাহিদুলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। বাগেরহাটে যুবকের মৃত্যু কচুয়ার শোলারকুলা গ্রামে শনিবার সকালে বজ্রপাতে সরদার শহিদুল ইসলাম (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। বাড়ি থেকে হেঁটে সাইনবোর্ড বাজারে যাবার পথে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে শহিদুল রাস্তার ওপর পড়ে যান। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, ছেলে শহিদুলের মৃত্যুর খবরে তার পিতা আকুব আলী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×