ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আব্দুর রশিদ

জেএসসি পরীক্ষার প্রস্তুতি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রকাশিত: ০৩:৫৪, ২৩ এপ্রিল ২০১৭

জেএসসি পরীক্ষার প্রস্তুতি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

সিনিয়র শিক্ষক, বি এ এফ শাহীন কলেজ কুর্মিটোলা, ঢাকা (৪র্থ-অধ্যায়) প্রশ্নঃ স্প্রেডশিট প্রোগ্রামের মাধ্যমে যোগ ও বিয়োগ করার কৌশল বর্ণনা কর। উত্তরঃ স্প্রেডশিটের সাহায্যে অনেক ধরনের গাণিতিক কাজ করা যায়। এর মধ্যে যোগ, বিয়োগ, গুন ও ভাগ অন্যতম। নিচে স্প্রেডশিটের সাহায্যে যোগ ও বিয়োগ করার কৌশল বর্ণনা করা হলো - যোগ করার কৌশল ঃ স্প্রেডশিটে দুইভাবে যোগ করা যায়। যথাঃ ১. স্বয়ংক্রিয় ও ২. ম্যানুয়ালি স্বয়ংক্রিয়ভাবে যোগের কৌশলঃ স্বয়ংক্রিয়ভাবে যোগ করতে ফলাফল সেলে কারসর নিয়ে অঁঃড়ংঁস এ ক্লিক করতে হয়। তারপর যোগফল পাওয়া যায় । ম্যানুয়ালিভাবে যোগের কৌশলঃ ম্যানুয়ালিভাবে যোগ করতে হলে প্রথমে ফলাফল সেলে ” = ” চিহ্ন দিয়ে সুত্র লিখতে হয়। এখানে অ১ সেলে ১০ এবং ই১ সেলে ২০ আছে। যদি সংখ্যাদুটিকে ম্যানুয়ালি যোগ করতে এবং ঈ১ সেলে ফলাফল দেখাতে চায় তাহলে সুত্র হবে: = অ১+ ই১ আবার সেল রেঞ্জ ব্যবহার করেও যোগ করা যায়। সেল রেঞ্জ লেখার নিয়ম হলো : = ঝঁস (অ১:উ১) বিয়োগ করার কৌশলঃ স্প্রেডশিটে বিয়োগ করার পদ্ধতিও যোগ করার পদ্ধতির মতো। তবে স্বয়ংক্রিয়ভাব বিয়োগ করার কোনো ব্যবস্থা নেই। ফলাফল সেলে সূত্র বসিয়ে বিয়োগের কাজ করতে হয়। যেমন: = অ১ - ই১
×