ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সুবিধাবঞ্চিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

প্রকাশিত: ০৩:৫১, ২৩ এপ্রিল ২০১৭

সুবিধাবঞ্চিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার ॥ সামাজিক সাংস্কৃতিক সংগঠন উন্নয়নধারার উদ্যোগে ব্রাইট স্টার স্কুল প্রাঙ্গণে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বাংলা নববর্ষ-১৪২৪ উপলক্ষে সম্প্রতি বৈশাখী উৎসবের আয়োজন করা হয়। রাজধানীর কল্যাণপুর বস্তির বেলতলা মাঠে শুক্রবার সকালে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচীর সূচনা হয়। বৈশাখী উৎসবের শুভ উদ্বোধন করেন বেসরকারী টেলিভিশন চ্যানেল চানেল আইয়ের নির্বাহী প্রযোজক শান্ত মাহমুদ। উন্নয়ন ধারার নির্বাহী চেয়ারম্যান সোহেল আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত দিনব্যাপী অনুষ্ঠানের প্রথমপর্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বস্তি উন্নয়ন কমিটির সভাপতি শাহ আলম, সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল ব্রাইট স্টারের প্রধান শিক্ষক মনির হোসেন প্রমুখ। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী শিশুদের মধ্যে দশজনকে পুরস্কৃত করা হয়। এছাড়াও চিত্রাঙ্কন প্রতিযোগিতার অংশগ্রহণকারীদের প্রত্যেককে দুটি খাতা ও একটি করে কলম উপহার দেয়া হয়। প্রতিযোগিতায় কল্যাণপুর বস্তির প্রায় দেড় শতাধিক শিশু অংগশ্রহণ করে। এদিকে বৈশাখী উৎসেরব অংশ হিসেবে বিকেলে স্কুল ব্রাইট স্টার প্রাঙ্গণে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়। এতে বস্তি উন্নয়ন কমিটির সভাপতি শাহ আলমসহ অন্যরা বক্তব্য রাখেন। এরপর অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। সবশেষে ঢাকা মৌলিক নাট্যদল প্রযোজিত পথনাটক ‘পাথর’ মঞ্চস্থ হয়। তৌফিক হাসান ময়না রচিত নাটকটি নির্দেশনা দিয়েছেন সাজু আহমেদ। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন সাজু আহমেদ, অলি উল্লাহ অলি, রানা মল্লিক, শাওন আহমেদ, রাসেল আহমেদ প্রমুখ।
×