ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শিশুতোষ ধারাবাহিকে নিথর মাহবুব

প্রকাশিত: ০৩:৫১, ২৩ এপ্রিল ২০১৭

শিশুতোষ ধারাবাহিকে নিথর মাহবুব

স্টাফ রিপোর্টার ॥ ‘টিরিগিরি টক্কা’ নামের নতুন একটি ধারাবাহিক নাটকে অভিনয় করলেন তরুণ মাইমশিল্পী নিথর মাহবুব। নাটকটি রচনা করছেন এম আসলাম লিটন, পরিচালনা করেছেন তৌহিদ খান বিপ্লব। ধ্বনি চিত্রের প্রযোজনায় নাটকটির ১৩ পর্বের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। মোট ৩৯ পর্বের কাজ হওয়ার পর নাটকটি একটি টিভি চ্যানেলে প্রচার শুরু হবে। পরবর্তীতে আরও পর্ব বাড়ানো হবে বলে জানা গেছে। নাটকে আরও অভিনয় করেছেন আদনান ফারুক হিল্লোল, শামীমা তুষ্টি, জামান, সুজাত শিমুল, নীলা ইসরাফিল, শিশু শিল্পী নদী, ইরা সহ আরও অনেকে। নিথর মাহবুব বলেন, এটি একটি শিশুতোষ ধারাবাহিক নাটক। আমাদের দেশে বাচ্চাদের নিয়ে খুব একটা নাটক, টেলিফিল্ম বা চলচ্চিত্র নির্মাণ হয় না। এই নাটকটা শুধুমাত্র বাচ্চাদের ওপর নির্ভর করেই করা। প্রধান চরিত্রগুলোতে বাচ্চারা অভিনয় করছেন। আমি বিশেষ একটি চরিত্রে চোরের সর্দারের ভুমিকায় অভিনয় করছি। এই নাটকের মূল চরিত্র টিরিগিরি ও সূর্যমুখী এই দুইটি চরিত্রেই অভিনয় করছে নদী। নাটকের গল্পে দেখা যাবে ঢাকা শহরে একটা বাড়িতে একটা বাচ্চা মেয়ে সূর্যমূখী। তার বাবা হিল্লোল কলেজের অধ্যাপক, মা তুষ্টি গান নাচে পারদর্শী। হঠাৎ করে এই বাড়িতে সূর্যমুখীর মতো চেহারার একাটা মেয়ে হাজির হয়। মেয়েটি পরিচয় দেয় সে ভিন গ্রহ থেকে আসা এলিয়েন। তার নাম টিরিগিরি। ইচ্ছে করলে সে সবার রূপ ধারণ করতে পারে। টিরিগিরি সূর্যমুখীর রূপ ধারণ করে থাকে বলে বাড়ির সবাই খুব বিব্রতকর পরিস্থিতিতে পরে। এই বাড়িতে চুরি করতে আসেন চোরের সর্দার নিথর মাহবুব। কিন্তু এলিয়েন টিরিগিরি আগেই চোর আসার কথা জানিয়ে রাখে সূর্যমুখীর কাছে এবং কী কী চুরি করবে তাও সে আগে বলে রাখে। চোরের সর্দার চুরি করতে আসলে সূর্যমুখী আড়াল থেকে তার সব কর্মকান্ড দেখে। যেহেতু এটা ভবিষ্যতের ঘটনা এবং অবসম্ভাবী তাই টিরিগিরি চোরকে ধরতে বারণ করে। কিন্তু চোরের সর্দার চুরি করতে গিয়ে প্রতিবারই বুঝতে পারে তাকে কেউ অনুসরণ করছে। চোরের এক সময় মনে হল, ইচ্ছে করেই কেউ তাকে ধরছে না। কিন্তু অত্র এলাকার চোরের সর্দার সে, এযাবৎ ৯৮৪টা চুরি করেছে, আজ পর্যন্তকেউ তাকে ধরতে পারেনি। ফলে এলাকার চোরেরা তাকে চোরের সর্দার বানিয়েছে।
×