ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দানপত্র’

প্রকাশিত: ০৩:৫০, ২৩ এপ্রিল ২০১৭

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দানপত্র’

স্টাফ রিপোর্টার ॥ সম্প্রতি ব্যতিক্রমী গল্পে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দানপত্র’। কথা সাহিত্যিক ও একাত্তরের কলমযোদ্ধা মোহাম্মদ এমদাদুল হকের গল্প অবলম্বনে তরুণ নির্মাতা মোহাম্মদ নিজাম উদ্দিনের চিত্রনাট্য ও পরিচালনায় ‘দানপত্র’ চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। ঢেঁকি প্রযোজনার ব্যানারে নির্মিত এই চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- নূর হোসেন রানা, শিউলী জামান, মফিজুর রহমান, আসিফ মোঃ নজরুল, বাদল সিদ্দিকী, রাতুল, আফরোজা, রাসেল, তৃষ্ণা, ইকবাল, শিশু শিল্পী শাফিন, শাম্মা, শারা প্রমুখ। চলচ্চিত্রের গল্পে দেখা যাবে সরকারী অফিসের কেরানি মামুন সাহেব। শহরের ফ্ল্যাটে স্ত্রী, এক ছেলে আর এক মেয়েকে নিয়ে তার সুখের সংসার। স্বপ্ন দেখেন ছেলে- মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলেন। ছেলে স্কলারশিপ পেয়ে বিদেশ যায়। মেয়েরও বিয়ে হয় এবং স্বামী-সংসার নিয়ে আমেরিকায় তারা বসবাস করে। এদিকে ছেলেও বিয়ে করে কানাডায় স্ত্রী-সন্তান নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। ইট পাথরে যান্ত্রিকতার এই সময়ে মামুন সাহেব চাকরি থেকে অবসর গ্রহণ করেন। কিছুদিন পর তার স্ত্রী মৃত্যু হয়। একেবারেই একা হয়ে যান মামুন। একদিন ছেলেকে ফোন করে দেশে আসতে বলেন মামুন সাহেব। বলেন নিজেদের জায়গা জমিগুলো বুঝে নিতে। কিন্তু বাবার সম্পত্তির প্রতি কোনো আগ্রহ নেই ছেলের। শুধু তাই নয় ছেলে জানায় তার দু-তিন মাসের আয় নাকি বাবার সারা জীবনের সঞ্চয়ের সমান। তাই বাবাকে তিরস্কার করে প্রবাসী পুত্র। অথচ মামুন সাহেব নিজে না খেয়ে যে সন্তানকে উচ্চ শিক্ষিত করেছে সে সন্তানের কাছ থেকে এত বড় আঘাত পাবেন জীবনেও ভাবেননি। ফলে জীবনের বাকি সময়টুকু কাটিয়ে দিতে শহরের ফ্ল্যাটটি বিক্রি করে গ্রামে চলে যান অসহায় মামুন। গ্রামের বাড়িতে কাজের লোক হিসেবে মাঝির বৌ, তাদের পুত্র ও সন্তানাদিসহ সবাই ক্রমান্বয়ে ঐ বাড়িতে আশ্রয় নেয়। তারাই হয়ে ওঠে মামুনের আপনজন। দিন দিন শারীরিক ও মানসিক অবস্থার অবনতি ঘটতে থাকে তার। অবশেষে একদিন এক সময় পানি তৃষ্ণায় করুণ মৃত্যু হয় তার। এমনি হৃদয়গ্রাহী ঘটনায় এগিয়ে যায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দানপত্র’। ‘দানপত্র’ শীঘ্রই মুক্তি দেয়া হবে বলে জানিয়েছেন নির্মাতা মোহাম্মদ নিজাম উদ্দিন। প্রসঙ্গত, এর আগে মোহাম্মদ নিজাম উদ্দিন নির্মিত চলচ্চিত্রসমূহ হচ্ছে- ‘আড়ালের মানুষ’, ‘শট সার্কিট’, ‘কাগজে স্ট্যাপলার’, ‘আত্মজার ছবি’, ‘ন্যারো মাইন্ডেড’, ‘মোআক’, ‘সহযাত্রী’, ‘ইনট্যাক্ট’, ‘প্রকৃতির কান্না’ প্রভৃতি।
×