ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রেকর্ড দামে বিক্রি স্ট্যাম্প!

প্রকাশিত: ০৩:৪৯, ২৩ এপ্রিল ২০১৭

রেকর্ড দামে বিক্রি স্ট্যাম্প!

ডিলার স্ট্যানলি গিবন্স নিলামে রেকর্ড মূল্য ৫ লাখ পাউন্ডে বিক্রি হল মহাত্মা গান্ধীর ছবি সম্বলিত চারটি বিরল স্ট্যাম্প। ১৯৪৮ সালের ১০ রুপী মূল্যের পার্পেল ব্রাউন এ্যান্ড লেক ‘সার্ভিস’ মাত্র ১৩টি স্ট্যাম্প চালু করেছিল। চারটি স্ট্যাম্পের একটি সেট কিনেছেন অস্ট্রেলিয়ার এক সংগ্রাহক। এর জন্য তিনি দাম দিয়েছেন ৫ লাখ পাউন্ড। -বিবিসি নীরবে জন্মদিন পালন... ব্রিটেনের রাজা বা রানীর দুটি জন্মদিন পালিত হয়। একটি সত্যিকার জন্মদিন অপরটি জনগণের উৎসব। প্রতিবছর গ্রীষ্মের কোন এক সময়ে দ্বিতীয় জন্মদিন পালিত হয়। ২১ এপ্রিল ছিল রানী দ্বিতীয় এলিজাবেথের জন্মদিন। যা তিনি অনাড়ম্বরভাবে পালন করেন। এজন্য কোন নির্দিষ্ট দিনে নয়, বরং এক শনিবার দেখে সাধারণত ‘দ্বিতীয়’ জন্মদিন পালন করা হয়। যার আনুষ্ঠানিক নাম ‘ট্রুপিং দ্য কালার’। ১৭৪৮ সালে রাজা দ্বিতীয় জর্জ প্রথম এই রীতির সূচনা করেছিলেন। -এবিসি নিউজ
×