ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সিরিয়ায় এখনও রাসায়নিক অস্ত্র রয়েছে ॥ ম্যাটিস

প্রকাশিত: ০৩:৪৯, ২৩ এপ্রিল ২০১৭

সিরিয়ায় এখনও রাসায়নিক অস্ত্র রয়েছে ॥ ম্যাটিস

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস বলেছেন, সিরিয়া যে এখনও রাসায়নিক অস্ত্র রেখেছে তাতে কোন সন্দেহ নেই। এ অস্ত্র আবারও নিজ জনগণের ওপর প্রয়োগ না করার বিষয়ে সিরিয়াকে সতর্কও করে দিয়েছেন ম্যাটিস। খবর বিবিসির। ইসরাইলে প্রতিরক্ষামন্ত্রী এ্যাভিগডোর লিবারম্যানের সঙ্গে শুক্রবার এক সংবাদ সম্মেলনে ম্যাটিস বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের মনে এ বিষয়ে সন্দেহের কোন অবকাশ নেই যে, সিরিয়া চুক্তি লঙ্ঘন করে রাসায়নিক অস্ত্র হাতে রেখেছে এবং এগুলো সবই সরানো হয়েছে বলে বিবৃতিও দিয়েছে। এ অস্ত্রগুলো সব কূটনৈতিক পন্থায় সরিয়ে নিতে হবে বলে মন্তব্য করেন তিনি। তবে সিরিয়ায় এখনও কি পরিমাণ রাসায়নিক অস্ত্র আছে বলে মনে করেন সে সম্পর্কে ম্যাটিস কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছেন। ইসরাইলের প্রতিরক্ষা কর্মকর্তারা স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, তাদের গোয়েন্দা তথ্যমতে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ প্রায় ১ থেকে ৩ টন নিষিদ্ধ অস্ত্র রেখেছেন। সাম্প্রতিক সময়ে সিরিয়ার বিদ্রোহী-নিয়ন্ত্রিত খান শেইখুন শহরে রাসায়নিক অস্ত্র হামলার জবাবে সিরীয় বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলার পর ম্যাটিস এমন মন্তব্য করলেন। ভেনিজুয়েলায় বিক্ষোভ সংঘর্ষ, মৃত বেড়ে ২০ ভেনিজুয়েলার সরকারবিরোধী বিক্ষোভে তিন সপ্তাহে ২০ জন নিহত হয়েছে। সর্বশেষ শুক্রবার কারাকাসে সংঘর্ষে ১২ জন নিহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দাঙ্গা পুলিশ ও সরকার সমর্থকদের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা থেকে অপসারণের দাবিতে রাজধানীর পূর্ব, পশ্চিম ও দক্ষিণ প্রান্তে বিক্ষোভ করছে। খবর এএফপির। ৩৩ বছর বয়সী নির্মাণ কর্মী কার্লোস ইয়ানেজ বলেন, ‘এটা ছিল একটি যুদ্ধের মতো।’ তিনি দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এল ভ্যালি এলাকার বাসিন্দা। তিনি আরও বলেন, পুলিশ কাঁদানে গ্যাস ছুঁড়ে মারছিল, সশস্ত্র বেসামরিক লোকরা ভবনগুলো লক্ষ্য করে গুলি করছিল। আমি ও আমার পরিবারের সদস্যরা প্রাণ বাঁচাতে মাটিতে শুয়ে পড়ি। এটা ছিল একটি ভয়াবহ অভিজ্ঞতা। ওই এলাকায় ১১ জন মারা গেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। হুড়োহুড়ির মধ্যে একটি বেকারিতে লুটপাট চালানোর সময় এদের আটজন বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা যায়। বাকিরা গুলিতে নিহত হয়।
×