ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মাদারীপুরে আবাসিক হোটেল ও বাড়িঘর ভাংচুর

প্রকাশিত: ০১:১৮, ২২ এপ্রিল ২০১৭

মাদারীপুরে আবাসিক হোটেল ও বাড়িঘর ভাংচুর

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর ॥ ছাত্রলীগের দুইগ্রুপের দ্বন্দ্বে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে শহরের পাঠককান্দি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পুরাতন বাসষ্ট্যান্ড এলাকার আবাসিক হোটেল মাতৃভুমি, একটি দোকান ও ২/৩টি বাড়িঘর ভাংচুর করা হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে শুভেচ্ছা ব্যানার লাগাচ্ছিলেন জেলা ছাত্রলীগের বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক রওনক হাসান নান্নু। এ সময় জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক কমিটির সদস্য জনি হাওলাদার বাঁধা দেয়। এক পর্যায়ে দু’জনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ খবর চারদিকে ছড়িয়ে পড়লে উভয় গ্র“পের সহস্রারাধিক লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষের প্রস্তুতি নেয়। বেশ কয়েক বার ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। এ সময় পুরাতন বাসস্ট্যান্ড এলাকার একটি আবাসিক হোটেল, একটি দোকান এবং ২/৩টি বাড়িঘরে ভাংচুর চালানো হয়। ধাওয়া-পাল্টা ধাওয়ায় আহত একজনকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাদারীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবির মাহমুদ তানভীর বলেন, শান্তিপূর্ণ জেলা মাদারীপুরে ছাত্রলীগের কেউ যাতে ছাত্রলীগের সম্মান হানি করতে না পারে সে ব্যাপারে আমরা শতর্ক আছি। দুপুরে ছাত্রলীগের কর্মীদের মাঝে তুচ্ছ ঘটনায় উত্তেজনা বিরাজ করলে প্রশাসনের সহযোগিতায় উভয় পক্ষের লোকদের সরিয়ে দেয়া হয়।’ মাদারীপুর সদর থানার ওসি (তদন্ত) আবু নাঈম বলেন, ‘ছাত্রলীগের দু‘গ্র“প সংঘর্ষ বাঁধার চেষ্টা চালাচ্ছিলেন। পুলিশ শক্ত অবস্থানে থাকায় দুইপক্ষই সরে গেছে। পরিস্থিতি মোকাবেলায় শহরের মোড়ে মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
×