ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

প্রকাশিত: ০৮:৪৪, ২২ এপ্রিল ২০১৭

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

অষ্টম শ্রেণি আব্দুর রশিদ সিনিয়র শিক্ষক, বি এ এফ শাহীন কলেজ কুর্মিটোলা, ঢাকা ৩য়ঃ অধ্যায় ( তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ও নৈতিক ব্যবহার ) বহুনির্বাচনি প্রশ্নঃ ১. নিচের কোনটি অপরাধ জগতে নতুন ? ক. চুরি খ.ডাকাতি গ. সাইবার অপরাধ ঘ. ছিনতাই ২. জেরুজালেম কিসের নাম ? ক. ভাইরাস খ. ম্যালওয়্যার গ. মোবাইল ঘ. দেশ ৩. ভাইরাসের নামকরণ করেন কে? ক. নিউম্যান খ.হিউম্যান গ.কোহেন ঘ.মোহন ৪.ক্যালসি কোন দেশের অধিবাসী ? ক. জাপান খ. কুইবেক গ. অস্ট্রিয়া ঘ.বাংলাদেশ ৫. সাইবার অপরাধের বড় একটা অংশ হচ্ছে- ক.স্প্যাম খ.হ্যাকিং গ. হুমকি ঘ. প্রতারণা ৬. কোন প্রোগ্রাম নিজের কপি তৈরি করতে পারে ? ক. অ্যাভাস্ট খ.নরটন গ.পান্ডা ঘ.ভাইরাস ৭. পাসওয়ার্ডের পর ঈধঢ়ঃপযধ লিখতে হয় কেন? ক. আনন্দের জন্য খ. নিরাপত্তার জন্য গ. লেখালেখির জন্য ঘ. খেলাধুলার জন্য ৮. বিশ্বে প্রথম ইন্টারনেট ওয়ার্ম কোনটি ? ক. হুকওয়ার্ম খ. লকওয়ার্ম গ. মরিসওয়ার্ম ঘ. রুট ৯. কোনটি ছদ্মবেশী সফটওয়্যার? ক. ট্রোজান হর্স খ. ডেটাবেজ গ. নরটন ঘ. ফটোশপ ১০. চেরনোবিল কোন ভাইরাসটিকে বলা হয়? ক. ক্রিপার খ. ব্রেইন গ. সিআইএইচ ঘ. চুয়ান সঠিক উত্তরঃ ১.গ ২.ক ৩.গ ৪.খ ৫.ঘ ৬.ঘ ৭.খ ৮.গ ৯.ক ১০.গ
×