ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইউটিউবে করা যাবে ভিডিও রেকর্ড

প্রকাশিত: ০৮:৩৮, ২২ এপ্রিল ২০১৭

ইউটিউবে করা যাবে ভিডিও রেকর্ড

এখন থেকে কম্পিউটারে করা কোন কাজ কিংবা টিউটোরিয়ালের ভিডিও রেকর্ডিং করা যাবে ইউটিউবেই। এ জন্য অবশ্য আপনার নিজস্ব একটি চ্যানেল থাকতে হবে। ভিডিও রেকর্ডিংয়ের জন্য যা করতে হবে, গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করে আপনার জিমেল এ্যাকাউন্ট থেকে িি.িুড়ঁঃঁনব.পড়স ওয়েব ঠিকানায় গিয়ে সাইন ইন করতে হবে। এরপর দেখতে পাবেন ইউটিউবে লাইভ স্ট্রিমিং নামের একটি ফিচার আছে। এটি ব্যবহার করে ভিডিও রেকর্ড করা যাবে। এর পর ক্রোম ব্রাউজারে িি.িুড়ঁঃঁনব.পড়স/ষরাবথফধংযনড়ধৎফ লিখে নতুন একটি ট্যাব খুলুন। এখানে লাইভ স্ট্রিমিংয়ের নিচে থাকা ইভেন্টস বটন ক্লিক করুন। তারপর ডানের নিউ লাইভ ইভেন্ট বটনে ক্লিক করুন। এবার ক্রিয়েট নিউ ইভেন্টের বেসিক ইনফোতে যে ভিডিও বানাতে চান তার হেডলাইন, ডেস্ক্রিপশন ইত্যাদি লিখে গো লাইভ নাউ বটনে ক্লিক করুন। এরপর একটি মেসেজে বলা হবে, গুগল হ্যাংআউট অনএয়ারে যাবে এবং সরাসরি ভিডিও দেখাতে ওয়েবক্যাম চালু হবে। পরবর্তী কাজ সারতে তখন ওকে চাপুন। হ্যাংআউট অনএয়ার পেজ চালু হলে সরাসরি ভিডিও দেখানোর অপশন দেখা যাবে। যদি ওয়েবক্যাম চালু রেখে ভিডিও দেখাতে না চান, তাহলে ওই পেজের ওপরে মাউস নিয়ে গিয়ে ওয়েবক্যামের আইকন চেপে সেটি বন্ধ করে দিন। একইভাবে শব্দ রেকর্ডিং চালু বা বন্ধ করা যাবে। ওই পেজের বাঁ সাইডে মাউস নিয়ে গিয়ে স্ক্রিন শেয়ার বটনে ক্লিক করুন। এরপর শেয়ার ইয়োর স্ক্রিন-গুগল হ্যাংআউট উইন্ডো খুলে যাবে। সেখানে পছন্দমতো অপশন সিলেক্ট করুন। পুরো ডেস্কটপের কাজকে রেকর্ড করতে চাইলে এন্টার স্ক্রিন সিলেক্ট করে শেয়ার বাটন চাপুন। তাহলে কম্পিউটারের স্ক্রিন শেয়ারিং চালু হবে। এর পর ওই পাতার স্টার্ট ব্রডকাস্ট বাটন চাপলে একটি মেসেজ আসবে। সেখানে আবার ওকে চাপলে কম্পিউটারে যে কাজই করবেন, সেটি রেকর্ড হতে থাকবে। এটি ব্যক্তিগত রেকর্ডিং। তাই রেকর্ডিং চলাকালীন আর কেউ সেটি দেখতে পারবেন না। রেকর্ডিং শেষ হলে স্টপ ব্রডকাস্ট বাটনে ক্লিক করুন। এবার ইউটিউবের ভিডিও ড্যাশবোর্ডে (িি.িুড়ঁঃঁনব.পড়স/সুথারফবড়ং) চলে যান। সেখানে রেকর্ডিং করা ভিডিওটি দেখতে পাবেন। এই ভিডিও নামিয়ে বা গুগল ড্রাইভে রেখে অন্য কারও সঙ্গে শেয়ার করতে পারবেন। সূত্র ॥ আইটি ডটকম ডেস্ক
×