ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ছড়ার মেলা

প্রকাশিত: ০৮:৩৬, ২২ এপ্রিল ২০১৭

ছড়ার মেলা

যাবো বোশেখ মেলা সাঈদ সাহেদুল ইসলাম বটের তলে ওই যে দূরে বোশেখ মেলা বসে, মেলায় যেয়ে মুখ ভরে নিই অনেক মিঠাই রসে। মাটির তৈরি খেলনা কিনি খেলনা হাতি ঘোড়া, রঙ লাগালে বলবে সবাই জীবন্ত খুব ওরা। বাঁশের বাঁশি, পাতার বাঁশি খেলনা নেবো আর, নাগরদোলায় উঠলে পরে ভাল্লাগে না কার? বোশেখ মেলা ভালোলাগে যাবো বোশেখ মেলা, ঢাকের সুরে ঢোলের সুরে ফিরব সাঁঝের বেলা। ** পহেলা বৈশাখ জোবায়দা আক্তার চৌধুরী বছর ঘুরে এলো আবার পহেলা বৈশাখ সাজবো আমি নতুন রঙে দিবো ফুলের সাজ। বৈশাখের এই মেলাতে থাকবো এলোচুলেতে অঙ্গে জড়াবো লাল শাড়ি ফুলের বসন গায়েতে। বৈশাখীর ঝড়ো হাওয়ায় প্রাণে আমার দোলা জাগায় নববর্ষের আগমনে হৃদয় নাচে মাতাল হাওয়ায়। ** বোশেখ মানে শাহজাহান মোহাম্মদ বোশেখ মানে রঙের বাহার চিত্রকলার খেলা খোকা খুকুর স্বপ্নে আঁকা গ্রাম বাংলার মেলা। বোশেখ মানে কিশোর বেলার লাটিম ঘুরা দুপুর শাপলা শালুক জলের বুকে বাজায় পায়ের নূপুর। বোশেখ মানে আম কাঁঠালের গাছের শাখায় দোল ময়না টিয়া দোয়েল কোকিল বাজায় ঢাক ঢোল। বোশেখ মানে পুরান দিনের হিসাব চুকে ফেলা নতুন দিনের নতুন আশায় কাটুক সারাবেলা।
×