ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সালেহা চৌধুরী

চাষী তার ছেলে এবং গাধা

প্রকাশিত: ০৮:৩৬, ২২ এপ্রিল ২০১৭

চাষী তার ছেলে এবং গাধা

অনেকদিন আগে এক চাষী ছিল। তার একটা গাধা ছিল। একদিন ওর টাকার দরকার হওয়াতে ও ঠিক করল বাজারে নিয়ে গিয়ে গাধাটাকে বিক্রি করবে। কারণ এই গাধা ছাড়া ওর বিক্রি করবার আর কিছু ছিল না। ছেলেকে বলে- চল আমরা দুজনে মিলে গাধাটাকে বাজারে বিক্রি করে আসি। এরপর বাপ আর বেটা গাধাকে নিয়ে বাজারের দিকে রওনা দিল। বাজার ওদের বাড়ি থেকে বেশ একটু দূরে। ওরা যখন চলেছে পাশ দিয়ে একটা মেয়ে যেতে যেতে বললো- ওদের মতো বোকা আর কেউ আছে? কেন বাবা ছেলেটাকে গাধার পিঠে বসিয়ে নিলেইতো হয়। একটা ছোট ছেলেকে হাঁটিয়ে নিয়ে চলেছে। চাষী ভাবলÑ ঠিক কথা। ও তখন ছেলেটাকে গাধার পিঠে বসিয়ে চলতে লাগল। খানিকদূর যাওয়ার পর চাষীর এক বন্ধুর সঙ্গে ওদের দেখা। বন্ধু বলে- তোর মতো বোকা আর কেউ আছে? তুই একটা বুড়ো মানুষ। তুই নিজে হেঁটে চলেছিস গরমে। আর তোর ছেলেকে বসিয়েছিস গাধার ওপর। ওরতো হাঁটার কথা। বালক ছেলে। ওর পায়ে কত জোর। শুনে চাষী বললÑ এই তুই এবার নাম। আমি বসি গাধার ওপরে। এবার ছেলেটা নামে। চাষী বসে। খানিকদূর যাবার পর একজন মহিলা বলে- এরা দুজন বোকার হদ্দ। কেন ছেলেটা হেঁটে যাবে। দুজনে মিলে গাধার পিঠে বসলে হয় না। একজন হাঁটছে আর একজন গাধার পিঠে বসেছে। শুনে চাষী ছেলেকে ডেকে বলেÑ তুই আয় আমার সামনে বস। বাপ আর বেটা চলেছে। গরমে বেচারা গাধার অবস্থা খুবই খারাপ। একজন দেখে বলেÑ তোমরা দুজন যেভাবে ওই গাধার ওপর বসেছো ক্লান্ত, অবসন্ন গাধা আর বাজার পর্যন্ত যেতে পারবে না। খানিকপর মারা যাবে। বেচারা গাধা! কিছু বলতে পারে না। কিন্তু তোমরা বুঝতে পারছো না ওর অবস্থা এখন কতটা খারাপ। এরপর বাপ আর বেটা দুজনেই নামে। আর ঠিক করেÑ গাধাটাকে আর আমরা হাঁটাব না। ওকে বহন করে নিয়ে যাব। এই বলে ওর চার পা বেঁধে সেখানে একটা বাঁশ ঢুকিয়ে দেয়। তারপর বাপ আর বেটা দুজনে দুপাশ থেকে বাঁশ কাঁধে গাধাটাকে নিয়ে হাঁটতে থাকে। ওরা চলছে। গাধাতো এমনভাবে থাকতে ভাল বোধ করে না। তাই ওরা যখন ব্রিজে উঠেছে গাধা রেগে চার পা খুলে এমন ভাবে পা ছুঁড়তে থাকে যেন ব্রিজ থেকে সোজা নিচের নদীতে পড়ে যায়। এরপর? গাধা ভাসতে ভাসতে কোথায় যে চলে যায় কে জানে। বাপ আর বেটা কেউই গাধাটাকে খুঁজে পায় না। গাধা বিক্রি যে টাকা ওরা বাড়িতে নিয়ে যাবে তা আর হয় না। আসলে হয়েছে কী কেউ যদি সবার কথা শোনে আর সে কথা মেনে কাজ করতে যায় তাহলে তার এমনই হয়। নিজের বুদ্ধি খাটিয়ে কাজ করা সবচেয়ে ভাল। আর সবাই যা বলছে তা সবটুকু শুনতে হবে তার কোন মানে নেই। অলঙ্করণ : আইয়ুব আল আমিন
×