ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘সাত ভাই চম্পা’ ধারাবাহিকের শূটিং উদ্বোধন

প্রকাশিত: ০৮:৩০, ২২ এপ্রিল ২০১৭

‘সাত ভাই চম্পা’ ধারাবাহিকের শূটিং উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥ জনপ্রিয় লোকগাঁথা গল্প অবলম্বণে নির্মিত হতে যাচ্ছে বাংলাদেশে প্রথম মেগা টিভি সিরিজ ‘সাত ভাই চম্পা’। ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের প্রযোজনায় এটি নির্মাণ করছেন রিপন নাগ। ‘সাত ভাই চম্পা’র সেট উন্মোচন ও শূটিংয়ের শুভসূচনা উপলক্ষে শুক্রবার বিএফডিসির ২নং স্টুডিওতে এক অনুষ্ঠানের আয়োজন করে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড, চ্যানেল আই। অনুষ্ঠানের প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু তলোয়ার খুলে ও পায়রা উড়িয়ে সেট ও শ্যূটিংয়ের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক এবং অতিরিক্ত সচিব তপন কুমার ঘোষ, ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, বিক্রয় ও বিপণন বিভাগের পরিচালক ইবনে হাসান খান, ‘সাত ভাই চম্পা’র নির্মাতা রিপন নাগ, অভিনয়শিল্পী এবং কলাকুশলীরা।
×