ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

তোপের মুখে কেটি পেরি

প্রকাশিত: ০৮:২৯, ২২ এপ্রিল ২০১৭

তোপের মুখে কেটি পেরি

সংস্কৃতি ডেস্ক ॥ মার্কিন গায়িকা কেটি পেরি ইন্সটাগ্রামে হিন্দু দেবী কালীর ছবি প্রকাশ করে ভারতীয়দের তোপের মুখে পড়েছেন। কালীর ছবি প্রকাশ করে তাতে পেরি ক্যাপশন হিসেবে লিখেছেন, ‘আমার এখনকার মেজাজ।’ পেরির এই বক্তব্যই মেনে নিতে পারছেন না অনেক ভারতীয়। ছবিটি প্রকাশের সঙ্গে সঙ্গেই অনেকে পেরির সমালোচনা করে ইন্সটাগ্রামে মন্তব্য করেন। সত্যপ্রসন্ন নামের একজন লিখেছেন, দেবীদের নামে নিজের অনুভূতি প্রকাশ করবেন না কিংবা তাদের ছবিও এভাবে ব্যবহার করবেন না। কারণ আমরা হিন্দুরা দেবীদের ছবি পূজা করি। সুতরাং আমাদের অনুভূতি নিয়ে এভাবে খেলবেন না। আরেকজন লিখেছেন, কেটি পেরি, আপনি হয়ত ভাবছেন নিজের মনের অবস্থা প্রকাশের জন্য এটি খুব ভাল একটা ছবি। কিন্তু কেবল হিন্দুই নয়, কোন ধর্মের দেব-দেবীদের নিয়েই এ রকম ছবি প্রকাশ করা উচিত নয়, কারণ তারা একে ভাল চোখে দেখবে না। ও দিকে কোয়েনা চক্রবর্তীর মতো কয়েকজন বিষয়টিকে এতটা গুরুতর মনে করছেন না। কোয়েনা লিখেছেন, কোন দিক দিয়ে এই ছবি অবমাননাকর? আপনারা ভারতীয়রা, প্রতিটি ছোট ছোট বিষয়কে ইস্যু বানানো বন্ধ করে কাজের কথা ভাবুন। ইশা গুপ্ত নামের আরেকজন লিখেছেন, দয়া করে কেটি পেরির পোস্ট নিয়ে বাড়াবাড়ি করা বন্ধ করুন। বরঞ্চ ওইসব অভারতীয়দের দিকে তাকান যারা ছবিটিকে শয়তানির আলামত হিসেবে প্রকাশ করছে। কেটি পেরি আমাদের দেবীকে অসম্মান করেননি, কিন্তু অন্যরা করছে। কিছু দিন আগেই সামাজিক যোগাযোগের মাধ্যমে ধর্ম নিয়ে মন্তব্য করে বিতর্কে পড়েছেন সনু নিগম। ভারতীয় এই সঙ্গীতশিল্পী লাউডস্পিকারে আজানের শব্দকে ‘গু-ামী’ হিসেবে অভিহিত করার পর ক্ষোভে ফেটে পড়ে দেশটির মুসলিমরা।
×