ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্যারিসে ফোজিত শেখ বাবুর আলোকচিত্র প্রদর্শনী

প্রকাশিত: ০৮:২৮, ২২ এপ্রিল ২০১৭

প্যারিসে ফোজিত শেখ বাবুর আলোকচিত্র প্রদর্শনী

সংস্কৃতি ডেস্ক ॥ মানবতা ও মানবাধিকারের সূতিকাগার প্যারিসের পোর্ট দো পন্তা জুলিও কুরী হলে সম্প্রতি ফোজিত শেখ বাবুর একক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন স্বাধীনতা পদক প্রাপ্ত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি মহসিন উদ্দিন খান লিটন। মিজানুর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সেইন সেন্ট ডেনিস ডিপার্টমেন্টের প্রেসিডেন্ট স্টেফান ট্রুসেল, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিচালক ও ফটোসাংবাদিক জন ফিলিপ পেরনো, বাংলাদেশ দূতাবাসের হেড অব চেন্সরি হযরত আলী খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন নবীন সরকার। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এনামুল হক। আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করেন ঢাকা বিভাগ এ্যাসোসিয়েশনের সভাপতি শেখ মোহাম্মদ শাহজাহান সারু। বক্তব্য রাখেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল্লাহ আল বাকি, ফ্রান্স আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান রাহমান, ফ্রান্স আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান রহমান, আব্দুল মোতালেব খান, জসিম উদ্দিন ফারুক, আজম খান, ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলওয়ার হোসাইন কায়েছ, মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সভাপতি মিয়া মোহাম্মদ জামিল, প্যারিস নগর আওয়ামী লীগ সভাপতি সাইফুল ইসলাম খান, ফ্রান্স আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম খান, অপু আলম, গাজী সিরাজ, প্রবীণ আওয়ামী লীগ নেতা হারুনুর রশিদ। অনুষ্ঠানের শুরুতেই বাংলা স্কুলের ছাত্রছাত্রীদের জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে সভার কর্মসূচী শুরু হয়। আলোচনা সভার পর শিল্পী শাহাবুদ্দিনসহ অতিথিরা তিনদিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন। পরে তারা প্রদর্শনী ঘুরে দেখেন। অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ সরকার এবং সরকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূসয়ী প্রশংসা করেন। তার এই মহতী উদ্যোগের কারণে আগামী ১০ বছর পর বাংলাদেশে নিরক্ষতার হার একদমই কমে আসবে বলে উল্লেখ করেন। সঙ্গে সঙ্গে এই বিশাল কর্মযজ্ঞ বিশ্বের বুকে মানবতা ও মানবাধিকারের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। সভায় অতিথিরা আলোকচিত্র শিল্পী ফোজিত শেখ বাবুর সময় উপযোগী এই উদ্যোগকে সাধুবাদ জানান।
×