ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিট দখল নিয়ে ঢাবির এসএম হলে দু’গ্রুপে সংঘর্ষ, আহত ১২

প্রকাশিত: ০৮:০২, ২২ এপ্রিল ২০১৭

সিট দখল নিয়ে ঢাবির এসএম হলে দু’গ্রুপে সংঘর্ষ, আহত ১২

বিশ^বিদ্যালয় রিপোর্টার ॥ সিট দখলকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলের ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ১২ কর্মী আহত হয়েছে। বৃহস্পতিবার রাতে হল শাখা ছাত্রলীগের সভাপতি তাহসান আহমেদ রাসেল ও সাধারণ সম্পাদক মেহেদী তাপসের পক্ষের কর্মীদের মধ্যে এ সংঘর্ষ ঘটে। এ সময় উভয় পক্ষই দেশী অস্ত্র, চাপাতি, রামদা, রড নিয়ে সংঘর্ষে জড়ায় এবং ইট-পাথর ছোড়াছুড়ি করে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে সাধারণ সম্পাদকের পক্ষের দুজনের অবস্থা গুরুতর। তারা হলেন সঙ্গীত বিভাগের চতুর্থ বর্ষের রায়হান কবির ও নৃত্যকলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জাহিদ। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের দুদিন আগে হলের বারান্দায় একটি সিটের দখল নিয়ে সাধারণ সম্পাদক পক্ষের কয়েকজন সমর্থক সভাপতি গ্রুপের প্রথম বর্ষের দুজনকে মারধর করে। ঐ ঘটনার জের ধরে বৃহস্পতিবার রাতে সাধারণ সম্পাদকের গ্রুপের কয়েকজন হলের দোতলায় উঠলে সভাপতি গ্রুপের সমর্থকরা তাদের ওপর হামলা চালায়। এ সময় তারা হলের বিভিন্ন কক্ষ ভাঙচুর করে। তখন দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এদিকে ভাংচুরের ঘটনায় জড়িতদের খোঁজে বের করতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মাহবুবুল আলম জোয়ার্দার।
×