ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এক কিশোরের ছবি প্রকাশ করে তাকে শাহজালালে হামলাকারী বলে দাবি আইএসের

প্রকাশিত: ০৮:০০, ২২ এপ্রিল ২০১৭

এক কিশোরের ছবি প্রকাশ করে তাকে শাহজালালে হামলাকারী বলে দাবি আইএসের

স্টাফ রিপোর্টার ॥ জঙ্গী সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এক কিশোরের ছবি প্রকাশ করে তাকে বাংলাদেশী বলে দাবি করেছে। তার নাম আবু মুহাম্মাদ আল-বাঙালি দাবি করে আইএস বলছে, ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে বোমা হামলা চালিয়ে সে নিহত হয়েছে। আইএসের খবর বাংলায় অনুবাদ করে প্রকাশকারী ওয়েবসাইট আত-তামকীন বৃহস্পতিবার ওই কিশোরের ছবি প্রকাশ করে এ তথ্য জানিয়েছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন, যে ছবিটি ব্যবহার করা হয়েছে তা আয়াদ হাসানের। গত বছরের আগস্টে মিরপুর থেকে ‘ও’ লেভেল পরীক্ষার্থী আয়াদ ও তার খালাতো ভাই রাফিদ আল হাসান বাড়িতে চিরকুট রেখে বাড়ি ছাড়ে। ২৪ মার্চ সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের গোলচত্বরে পুলিশের একটি তল্লাশি চৌকিতে বোমা বিস্ফোরণে একজন নিহত হয়। পুলিশ জানায়, লাশের ছবি দেখে স্বজনেরা লাশটি আয়াদ হাসানের বলে শনাক্ত করেন। ‘আর মুশরিকদের সঙ্গে যুদ্ধ করো সমবেতভাবে’ শিরোনামে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে আয়াদই বিমানবন্দরের সামনে হামলা চালিয়ে নিহত হয়েছে। সিলেটের আতিয়া মহলে আইএসের সদস্যরা ছিল বলে দাবি করা হয়েছে প্রতিবেদনটিতে। ঢাকার আশকোনায় র‌্যাবের ফোর্সেস ব্যারাকের ভেতরে বোমা বিস্ফারণের দায়ও স্বীকার করে আইএস। শুক্রবার রাতে বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, আইএসের প্রকাশিত ছবিতে মাথায় স্কার্ফ পরিহিত কিশোরকে ছুরি হাতে দেখা যায়। তার পেছনে আইএসের পতাকা। ওর আসল নাম এখানে বলা হয়নি। এখানে কুনিয়া বা ছদ্মনাম হিসেবে ওপরে দেয়া হয়েছে আবু মুহাম্মাদ আল-বাঙালি। আয়াদের মা মুনমুন আহমেদ রাতে গণমাধ্যমকে জানিয়েছেন, সীতাকু-ে পুলিশী অভিযানের পরপরই আমরা ডিএনএ নমুনা দিয়ে এসেছি। নমুনা মিলিয়ে দেখার পর নিশ্চিত হওয়া যাবে আমার ভাগ্যে কী ঘটেছে। কাউন্টার টেররিজম ইউনিটের উপকমিশনার মোহিবুল ইসলাম খান বলেন, প্রতিবেদনটি তাদেরও নজরে এসেছে। ছবিটি অনেক আগের। লাশের যে ছবি দেখে তার স্বজনেরা আয়াদ বলে শনাক্ত করেছিলেন, সেই ছবির সঙ্গে মিলিয়ে দেখছে পুলিশ।
×