ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাম্প্রদায়িক অপশক্তির কাছে মাথা নত করছে সরকার ॥ সেলিম

প্রকাশিত: ০৭:৫২, ২২ এপ্রিল ২০১৭

সাম্প্রদায়িক অপশক্তির কাছে মাথা নত করছে সরকার ॥ সেলিম

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, সাম্প্রদায়িক অপশক্তির কালো থাবা দেশকে গ্রাস করে ফেলেছে। গ্রামের সাধারণ মানুষকে এরা বিপদে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, অতীতে বিএনপি জামায়াতকে সঙ্গে নিয়ে ক্ষমতার অংশীদার করেছিল, বর্তমানে ক্ষমতাসীন আওয়ামী লীগ হেফাজতের সঙ্গে আপোস করেছে। সাম্প্রদায়িক অপশক্তির কাছে সরকার একের পর এক মাথা নত করছে। এই অপশক্তির হাত থেকে গ্রামাঞ্চলকে বাঁচাতে কৃষক-ক্ষেতমজুরসহ সকলের প্রতি আহ্বান জানান তিনি। শুক্রবার রাজধানীর পল্টনের মুক্তিভবনের মৈত্রী মিলনায়তনে কৃষক সমিতি ও ক্ষেতমজুর সমিতির যৌথ সভায় সেলিম আরও বলেন, কৃষক-ক্ষেতমজুরদের ঐক্যবদ্ধভাবে গ্রামাঞ্চলে সাধারণ মানুষের মধ্যে কাজ বাড়াতে হবে। একাত্তর সালে মুক্তাঞ্চলে চুরি-ডাকাতি হয়নি উল্লেখ করে তিনি বলেন, মানুষ যখন তাদের ন্যায়সঙ্গত দাবি আদায়ে ঐক্যবদ্ধ হতে থাকে তখন শোষকের দল মানুষের মধ্যে দাঙ্গা লাগিয়ে দেয়। সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে দেয়। অতীতে যেখানে কৃষক সংগঠন ও আন্দোলন শক্তিশালী ছিল সেখানে সাম্প্রদায়িক অপশক্তি মাথা তুলে দাঁড়াতে পারেনি। ক্ষেতমজুর সমিতির সভাপতি এ্যাডভোকেট সোহেল আহমদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন কৃষক সমিতির সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন, ক্ষেতমজুর সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রেজা, কৃষক সমিতির কেন্দ্রীয় নেতা এ্যাডভোকেট এসএ সবুর।
×