ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কোয়ার্টার ফাইনালে নাদাল-জোকোভিচ

প্রকাশিত: ০৭:২৭, ২২ এপ্রিল ২০১৭

কোয়ার্টার ফাইনালে নাদাল-জোকোভিচ

স্পোর্টস রিপোর্টার ॥ মন্টে কার্লো মাস্টার্সে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন নোভাক জোকোভিচ, রাফায়েল নাদাল এবং মারিন চিলিসের মতো তারকারা। তবে তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিলেন বর্তমান বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান তারকা এ্যান্ডি মারে। তার সঙ্গে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন সুইজারল্যান্ডের তৃতীয় বাছাই স্টানিসøাস ওয়ারিঙ্কা এবং চেক প্রজাতন্ত্রের টমাস বার্দিচও। স্পেনের ১৫তম বাছাই আলবার্ট রামোস ভিনোলাসের বিপক্ষে শুরুটা অবশ্য দারুণভাবেই করেছিলেন এ্যান্ডি মারে। প্রথম সেট ৬-২ ব্যবধানে জিতে নিয়েছিলেন গ্রেট ব্রিটেনের এই টেনিস তারকা। কিন্তু দ্বিতীয় সেটেই ঘুরে দাঁড়ান রামোস ভিনোলাস। ৬-২ ব্যবধানে জিতে লড়াইয়ে ফিরেন তিনি। শেষ সেটে ৭-৫ ব্যবধানে টুর্নামেন্টের শীর্ষ বাছাই এ্যান্ডি মারেকে পরাজিত করে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালেও জায়গা করে নেন তিনি। গত ১২ মার্চ ভাসেক পোসপিসিলের কাছে লজ্জাজনকভাবে হেরে ইন্ডিয়ান ওয়েলসের দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে পড়েছিলেন মারে। এরপর মন্টে কার্লো মাস্টার্সেই প্রথম কোর্টে নামেন তিনি। কিন্তু এখানেও থেমে গেলেন তৃতীয় রাউন্ডে। যে কারণেই ব্রিটিশ তারকাকে হতাশা ঘিরে ধরেছে। এএফসির দুটি টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ স্পোর্টস রিপোর্টার ॥ এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) আয়োজনে আগামী সেপ্টেম্বর এবং অক্টোবরে দুটি বয়সভিত্তিক টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ। এগুলো হলো এএফসি অনুর্ধ-১৬ এবং ১৯ চ্যাম্পিয়নশিপ বাছাইপর্ব। বাংলাদেশ অনুর্ধ-১৯ দল পড়েছে পশ্চিম জোনের ‘বি’ গ্রুপে। তাদের গ্রুপে আছে উজবেকিস্তান, তাজিকিস্তান (স্বাগতিক), শ্রীলঙ্কা এবং মালদ্বীপ। আর অনুর্ধ-১৬ দল পড়েছে একই জোনের ‘ই’ গ্রুপে। এই গ্রুপের বাকি দলগুলো হলো : সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন এবং কাতার (স্বাগতিক)। অনুর্ধ-১৯ আসরে বাংলাদেশ দলের ম্যাচগুলো হলো : ৩১ অক্টোবর তাজিকিস্তান, ২ নবেম্বর মালদ্বীপ, ৬ নবেম্বর উজবেকিস্তান এবং অনুর্ধ-১৬ আসরে বাংলাদেশের ম্যাচগুলো হলো : ২০ সেপ্টেম্বর আরব আমিরাত, ২২ সেপ্টেম্বর ইয়েমেন এবং ২৪ সেপ্টেম্বর কাতারের বিপক্ষে।
×