ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঘাম ঝরিয়ে সেমিফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড

প্রকাশিত: ০৭:২৬, ২২ এপ্রিল ২০১৭

ঘাম ঝরিয়ে সেমিফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড

স্পোর্টস রিপোর্টার ॥ শঙ্কা কাটিয়ে উয়েফা ইউরোপা লীগ ফুটবলের সেমিফাইনালে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে কাজটা সহজে হয়নি, এজন্য ঘাম ঝরাতে হয়েছে ইংলিশ পরাশক্তিদের। বৃহস্পতিবার রাতে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচে বেলজিয়ামের চ্যাম্পিয়ন আন্ডারলেখটকে অতিরিক্ত সময়ের গোলে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ চার নিশ্চিত করে ম্যানইউ। ওল্ডট্র্যাফোর্ডে নির্ধারিত ৯০ মিনিটের খেলা ১-১ গোলে অমীমাংসিত ছিল। এর আগে শেষ আটের প্রথম লেগের ম্যাচও ড্র হয়েছিল ১-১ গোলে। যে কারণে পরশু রাতে নির্ধারিত সময়ের খেলা শেষ হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। সেখানে মার্কাস রাশফোর্ড রেড ডেভিলদের হয়ে জয়সূচক গোল করেন। সেমিফাইনাল নিশ্চিত করেছে আরও তিনটি দল। ফ্রান্সের লিঁও, হল্যান্ডের আয়াক্স ও স্পেনের সেল্টা ভিগো। এখন ফাইনালে ওঠার দ্বৈরথে ম্যানইউর প্রতিপক্ষ সেল্টা ভিগো। আরেক সেমিতে লড়বে আয়াক্স ও লিও। সেল্টা ভিগো বেলজিক ক্লাব জেঙ্কের সঙ্গে ১-১ গোলে ড্র করে। দুই লেগ মিলিয়ে সেল্টার জয় ৪-৩ গোলে। বাকি দু’টি ম্যাচ ছিল দারুণ উত্তেজনাপূর্ণ ও জমজমাট। প্রথম লেগে আয়াক্স জিতেছিল ২-০ গোলে। ফিরতি লেগে শালকে একই ব্যবধানে জয় পায়। ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। সেখানে আয়াক্স দু’টি ও শালকে করে এক গোল। সবমিলিয়ে দুই লেগ মিলিয়ে ৪-৩ গোলে জিতে সেরা চারে উঠেছে আয়াক্স। লিও ও বেসিকটাসের মধ্যকার ম্যাচটিও ছিল চরম উত্তেজনাকর। প্রথম লেগে ২-১ গোলে হারা বেসিকটাস ফিরতি লেগ জিতে নেয় একই ব্যবধানে। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। এখানও মীমাংসা না হলে ভাগ্যনির্ধারণী পেনাল্টি শূটআউটে ফলাফল নিষ্পত্তি হয়। সেখানে ৭-৬ গোলে জিতে শেষ চার নিশ্চিত করে লিও। দুই লেগ মিলিয়ে দল দু’টির সমতা ছিল ৩-৩ গোলে। ওল্ডট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের জয় নিয়ে তেমন একটা সন্দেহ ছিল না। তবে ম্যাচের ২০ মিনিট না হতেই ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন রক্ষণভাগের অন্যতম সেরা ফুটবলার মার্কোস রোজো। আর ম্যাচের অতিরিক্ত সময় গড়াতেই চোট পেয়ে মাঠ ছাড়েন ইব্রাহিমোভিচ। দুই তারকা ফুটবলার মাঠ ছাড়ায় কোচ জোশে মরিনহোর কপালে চিন্তার রেখা পড়ে। তবে ১০৭ মিনিটে রাশফোর্ডের গোলে শেষ পর্যন্ত জয় পায় ম্যানচেস্টার ইউনাইটেড। এ বছর লীগ শিরোপা জেতার স্বপ্নটা অনেক আগেই বাদ দিয়েছে ম্যানইউ। নেই চ্যাম্পিয়ন্স লীগেও। তাই শেষ ভরসা হিসেবে ইউরোপা লীগটাতেই মনোনিবেশ করছে ইংলিশ প্রিমিয়ার লীগের দলটি। সেমিফাইনালে ওঠার লড়াইটা ভালভাবেই করেছিল মরিনহোর শিষ্যরা। শুরুর ১০ মিনিটে আর্মেনিয়ার মিডফিল্ডার হেনরিক মাখিটারিয়ানের গোলে এগিয়েও যায় রেড ডেভিলরা। তবে বেশিক্ষণ লিডটা ধরে রাখতে পারেনি ম্যানইউ। ফরাসী মিডফিল্ডার সোফিয়ানি হান্নির গোলে ৩২ মিনিটে সমতায় ফেরে আন্ডারলেখট। এরপর প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও গোলের খোঁজ পায়নি কোন দল। ফলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। গোলেন জন্য এই অর্ধে প্রাণান্ত চেষ্টা করে দু’দলই। তবে শেষ হাসিটা হাসে ম্যানচেস্টার ইউনাইটেডই। ১০৭ মিনিটে দারুণ এক গোল করে দলকে সেমিফাইনালে পৌঁছে দেন ১৯ বছর বয়সী রাশফোর্ড। ঘরের মাঠ সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ২৬ ম্যাচ অপরাজিত তারা। এর মধ্যে জয় ১৭টি, ড্র ৯টি। সেমিফাইনালে ওঠার আনন্দের মধ্যেই দুটি দুঃসংবাদ শুনেছে ইউনাইটেড। ম্যাচের ২৩ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন রোজো। অতিরিক্ত সময়ে তার পথ ধরেন ইব্রাহিমোভিচও। শেষ খবর পাওয়া পর্যন্ত দু’জনের কারও অবস্থাই সুবিধার নয়। ধারণা করা হচ্ছে হয়তো ইউনাইটেডের হয়ে এ মৌসুমের শেষ ম্যাচটাই খেলে ফেলেছেন ইব্রা।
×