ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শুক্রবার হয়ে গেল চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালের ড্র, মোনাকোকে পেল জুভেন্টাস

সেমিতেই এবার দুই মাদ্রিদের লড়াই

প্রকাশিত: ০৭:২৬, ২২ এপ্রিল ২০১৭

সেমিতেই এবার দুই মাদ্রিদের লড়াই

স্পোর্টস রিপোর্টার ॥ গত তিন মৌসুমের দুইবারই উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের ফাইনাল খেলেছে এ্যাটলেটিকো মাদ্রিদ। কিন্তু দুর্ভাগ্য তাদের। শিরোপা জয়ের খুব কাছাকাছি গিয়েও দুইবারই তাদের সঙ্গী হয়েছে রানার্সআপের হতাশা। ইউরোপ সেরার এই টুর্নামেন্টের দুটি ফাইনালই হেরেছে তাদের নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে। এবার কি তাহলে আরও আগেই বিদায় নিশ্চিত হয়ে গেছে ডিয়েগো সিমিওনের শিষ্যদের? কেননা উয়েফা চ্যাম্পিয়ন্স লীগে এবার যে সেমিফাইনালেই রিয়াল মাদ্রিদের মুখোমুখি হতে যাচ্ছে এ্যাটলেটিকো মাদ্রিদ। শুক্রবার হয়ে যাওয়া চ্যাম্পিয়ন্স লীগের ড্র অনুযায়ী টুর্নামেন্টের অন্য সেমিফাইনালে ফ্রেঞ্চ লীগ ওয়ানের দল মোনাকোর মুখোমুখি হবে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের সবচেয়ে সফল দল রিয়াল মাদ্রিদ। এখন পর্যন্ত সর্বোচ্চ ১১ বার ইউরোপ সেরার এই টুর্নামেন্টের মুকুট পরেছে তারা। গত মৌসুমেও ফাইনালে খেলেছিল এ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে। কিন্তু রিয়ালের বিপক্ষে পেরে উঠতে পারেনি এ্যাটলেটিকো মাদ্রিদ। এবার চ্যাম্পিয়ন্স লীগের শেষ চারেই দেখা হতে যাচ্ছে স্প্যানিশ দুই ক্লাব রিয়াল ও এ্যাটলেটিকোর। ফাইনালে যাওয়ার লড়াইয়ে স্পেন শহরের দুটি ক্লাব রিয়াল-এ্যাটলেটিকো মুখোমুখি হবে। আগামী দুই এবং তিন মে অনুষ্ঠিত হবে সেমিফাইনালের প্রথম লেগের দুই ম্যাচ। পরের সপ্তাহেই হবে ফিরতি লেগ। চ্যাম্পিয়ন্স লীগের কোয়ার্টার ফাইনালে জার্মান জায়ান্ট বেয়ার্ন মিউনিখকে হারিয়ে সেমিতে উঠে আসে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লীগের বর্তমান চ্যাম্পিয়ন লিচেস্টার সিটিকে হারিয়ে সেমির টিকেট পায় এ্যাটলেটিকো মাদ্রিদ। শেষ চারে নগর প্রতিদ্বন্দ্বী এ্যাটলেটিকোকে পেয়ে রিয়াল যেন একটু খুশিই। ক্লাবটির ডিরেক্টর এমিলিও বুত্রাগুয়েনোর ভাষায় অন্তত মনে হচ্ছে তাই। এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা একে অপরকে খুব ভাল করেই চিনি। চ্যাম্পিয়ন্স লীগে এটা চতুর্থবারের মতো আমরা এ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে খেলতে যাচ্ছি। কিন্তু এবার ফাইনালের আগেই দেখা হচ্ছে তাদের সঙ্গে। তবে এবার আমাদের বেশ সতর্ক থাকতে হবে। কেননা তারা রক্ষণে দুর্দান্ত। তাদের দলে যে বেশ কিছু ভালমানের খেলোয়াড় রয়েছে তা সবারই জানা। কিভাবে ভুলের সুযোগ নিতে হয় তা তারা বেশ ভালভাবেই জানে।’ গত বছরটা স্বপ্নের মতোই কেটেছে জিনেদিন জিদানের। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ, সুপার কাপ জয়ের পর সবশেষে ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপাটাও উঁচিয়ে ধরেন এই ফরাসী কোচ। তার অধীনে এবারও অপ্রতিরোধ্য রিয়াল মাদ্রিদ। লা লিগার শিরোপা পুনরুদ্ধারের খুব কাছাকাছি পৌঁছে গেছেন বেল-রোনাল্ডো-বেনজামারা। শুধু তাই নয়, রিয়াল মাদ্রিদকে ডাকছে এবার নতুন এক ইতিহাস। প্রথম দল হিসেবে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা ধরে রাখার হাতছানি। এদিকে চ্যাম্পিয়ন্স লীগের অন্য সেমিফাইনালে ফরাসী ক্লাব মোনাকোর মুখোমুখি হবে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। সিরি’এ লীগের বর্তমান চ্যাম্পিয়নরা এবার দাপট দেখিয়েই উঠে এসেছে সেমিফাইনালে। যে পথে তারা পরাস্ত করেছে স্পেনের জায়ান্ট ক্লাব বার্সিলোনাকেও। প্রথম লেগে ঘরের মাঠে বার্সাকে ৩-০ গোলে হারিয়েছিল জিয়ানলুইজি বুফনের দল। ফিরতি লেগ ন্যুক্যাম্পে গোলশূন্য ড্র করে শেষ চারের টিকেট কাটে ম্যাসিমিলিয়ানো এ্যালেগ্রির শিষ্যরা। অন্যদিকে মোনাকো জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডকে বিদায় করে শেষ চারে জায়গা করে নেয়। জুভেন্টাসের অভিজ্ঞ সেনানী হিসেবে অসামান্য কীর্তি রয়েছে দলটির ইতালিয়ান গোলরক্ষক বুফনের। কিন্তু চ্যাম্পিয়ন্স লীগটাই জেতা বাকি তার। এবার সেই আক্ষেপ ঘুচানোর দারুণ সুযোগ বুফনের। শেষ চারে প্রতিপক্ষ হিসেবে মোনাকোকে পাওয়ায় সেই সুযোগটা যেন আরও প্রবল হয়েছে জুভেন্টাসের। কেননা বুফন আগেই বলে দিয়েছিলেন যে, এ্যাটলেটিকো মাদ্রিদকে এড়াতে পারলেই খুশি হবেন তিনি। কারণটাও জানিয়েছেন বুফন, ‘মোনাকো কিংবা রিয়ালের মুখোমুখি হওয়াই ভাল। দুই দলই লীগ জেতার জন্য প্রচুর শক্তি খরচ করবে। ওদের (মোনাকো ও রিয়াল) তুলনায় লীগে এ্যাটলেটিকোর অবস্থান মোটামুটি নিশ্চিত। ওরা এ্যাটলেটিকোর তুলনায় খেলোয়াড় কম পাল্টাবে।’
×