ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

১৪ অক্টোবর শুরু হচ্ছে এশিয়ান কাপ হকি

প্রকাশিত: ০৭:২৫, ২২ এপ্রিল ২০১৭

১৪ অক্টোবর শুরু হচ্ছে এশিয়ান কাপ হকি

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ১৪ অক্টোবর থেকে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে পুরুষ এশিয়ান কাপ হকি টুর্নামেন্ট। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ফ্লাডলাইট স্থাপনের শর্তে বাংলাদেশ হকি ফেডারেশনকে টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব দিয়েছে এশিয়ান হকি ফেডারেশন। শুরুতে ৯ অক্টোবরের মধ্যে ফ্লাডলাইট স্থাপনের কথা বললেও সম্প্রতি ই-মেইলে সেপ্টেম্বরের আগেই লাইট স্থাপনের তাগিদ দিয়েছে এএইচএফ। এদিকে ২৭ এপ্রিল থেকে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় হকি চ্যাম্পিয়নশিপের কার্যক্রম অনেকটা এগিয়েছে বলে জানিয়েছেন ফেডারেশনের যুগ্ম সম্পাদক আনভীর আদিল খান। ফ্লাডলাইট নিয়ে কম ঝক্কি ঝামেলা পোহাতে হয়নি দেশের হকি অঙ্গনকে। যদিও এই ফ্লাডলাইট বিহীন মাঠে কিছুদিন আগেই অনুষ্ঠিত হয়েছে ওয়ার্ল্ড হকি লীগ রাউন্ড-২। আন্তর্জাতিক এই টুর্নামেন্টের সফল আয়োজনের পর এবার বাংলাদেশ হকি ফেডারেশনের ওপর দায়িত্ব পড়েছে পুরুষ এশিয়ান কাপ হকির। ১৪ অক্টোবর থেকে অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্টটি এএইচএফ বাংলাদেশকে আয়োজনের দায়িত্ব দিলেও স্টেডিয়ামে ফ্লাডলাইট স্থাপনের শর্ত জুড়ে দেয়া হয়েছে এর সাথে। এদিকে ২৭ এপ্রিল থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় হকি চ্যাম্পিয়নশিপ। ৩২ দলের অংশগ্রহণে আয়োজন হবে এই টুর্নামেন্ট। টুর্নামেন্টে ভাল পারফর্মারদের বিবেচনা করা হবে আসন্ন এশিয়ান কাপ হকিতে।
×