ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

টানা তৃতীয় জয় পেল প্রাইম ব্যাংক, কলাবাগান ও খেলাঘরের প্রথম জয়

আবারও হারল মোহামেডান

প্রকাশিত: ০৭:২৫, ২২ এপ্রিল ২০১৭

আবারও হারল মোহামেডান

স্পোর্টস রিপোর্টার ॥ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে শুক্রবার প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। ফতুল্লায় বৃষ্টির কারণে ৪১ ওভারে নেমে আসা ম্যাচে ৩৬.১ ওভারে ১৪২ রানে অলআউট হয় তামিম ইকবালের মোহামেডান। প্রতিপক্ষের হয়ে বল হাতে ভেল্কি দেখান স্পিনার আল-আমিন (৫/২৫) ও পেসার আল-আমিন হোসেন (২/২৬)। জবাবে জাতীয় তারকা সাব্বির রহমানের (৭৮*) ম্যারাথন হাফ সেঞ্চুরির ওপর ভর করে ২৭.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় মেহেদী মারুফের প্রাইম ব্যাংক। ম্যাচসেরা হয়েছেন স্পিনার আল-আমিন। বিকেএসপিতে দিনের অপর দুই ম্যাচে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে ১০ রানে হারিয়ে লীগে নিজেদের প্রথম জয় পেয়েছে মোহাম্মদ আশরাফুলের কলাবাগান ক্রীড়াচক্র। আর পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ৭৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে আরেক ছোট দল খেলাঘর সমাজকল্যাণ সমিতি। বৃষ্টিবিঘিœত কন্ডিশনে টস জিতে প্রাইম ব্যাংক অধিনায়ক মারুফের ফিল্ডিং নেয়া যে কতটা যুক্তিসঙ্গত ছিল দলের বোলাররাই সেটি প্রমাণ করেছেন। যদিও শামসুর রহমানকে নিয়ে তামিমের শুরুটা মন্দ ছিল না। ১৩ ওভারে ৪৩ রান যোগ করেন দু’জনে। ব্যক্তিগত ১৩ রানে শুভ আউট হলে রহমত শাহ (২৪) আশা দেখাচ্ছিলেন। এরপরই আল-আমিনের স্পিনে দিশেহারা মোহামেডান। রকিবুল হাসান, নাজমুল হোসেন মিলন ও মেহেদী হাসান মিরাজ সাজঘরে ফিরলে ১২৮/৭তে পরিণত হয় দলটি। ৬৭ বলে ৩ চার ও ১ ছক্কায় তামিমের ৪৬ই হয়ে থাকে সর্বোচ্চ সংগ্রহ। পুরো ওভার খেলতে পারেনি তারা। ২৪ প্রথমশ্রেণীর ম্যাচ খেলা ২৩ বছর বয়সী ডানহাতি অফস্পিনার আল-আমিন ৬ ওভারে ২৫ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। ম্যাচসেরাও হয়েছেন তিনি। জাতীয় দলে খেলার অভিজ্ঞতাসম্পন্ন পেসার আল-আমিন ২ উইকেট নিয়েছেন ২৬ রান দিয়ে। জবাবে ১০ রানের মধ্যে ২ উইকেট হারালেও প্রাইম ব্যাংককে সহজ জয় এনে দেন সাব্বির (৭৫ বলে ৭৮*, ৪ চার ও ৫ ছক্কা) ও তাইবুর রহমান (৫০ বলে ৪২*)। আর বিকেএসপিতে দুর্দান্ত সেঞ্চুরিতে খেলাঘরকে ৮ উইকেটে ২৮৮ রানের বড় স্কোর এনে দেন অমিত মজুমদার (১০১)। জবাবে ৪৫ ওভারে ২১১ রানে অলআউট পারটেক্স হারে ৭৭ রানের বিশাল ব্যবধানে। বিজয়ী দলের হয়ে ৩টি করে উইকেট নেন সাদিকুর রহমান, তানভির ইসলাম ও আরিফুল ইসলাম। আরেক ম্যাচে মেহরাব হোসেন জুনিয়র (৬৩), তুষার ইমরান (৫৬) ও মুক্তার আলির (৫২*) হাফ সেঞ্চুরির ওপর ভর করে ৬ উইকেটে ২৫৯ রান করে কলাবাগান। ১০ রান করে আউট হন অধিনায়ক আশরাফুল। জবাবে ৯ উইকেটে ২৪৯-এ থামে ভিক্টোরিয়া। সর্বোচ্চ ৭৫ রান করেন মইনুল ইসলাম। কলাবাগানের হয়ে আবুল হাসান, মুক্তার আলি ও জিম্বাবুইয়ান রিক্রুটার হ্যামিল্টন মাসাকাদজা নেন ২টি করে উইকেট।
×