ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আবারও মোহামেডানে ফেরা তারকা ফরোয়ার্ড জাহিদ হাসান এমিলির অভিমত

‘শক্তির বিচারে সব দলই ফেভারিট’

প্রকাশিত: ০৭:২৫, ২২ এপ্রিল ২০১৭

‘শক্তির বিচারে সব দলই ফেভারিট’

স্পোর্টস রিপোর্টার ॥ ‘এবার আসলে শক্তির বিচারে চার থেকে পাচটা দল সমান। কেউ বলতে পারবে না কারা চ্যাম্পিয়ন বা কারা ফেবারিট। সাইফ পাওয়ার নতুন দল হলেও কিন্তু শক্তিধর। চট্টগ্রাম আবাহনী ভালো দল। মোহামেডান তো অবশ্যই ভালো দল। শেখ রাসেলও এবার ভালো দল গড়েছে। শেখ জামাল যেহেতু বিগত বছরগুলোতে অনেক ভালো করেছে, সেহেতু তাদেরও ছোট করে দেখার অবকাশ নেই।’ কথাগুলো যার, তিনি জাহিদ হাসান এমিলি। ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফরোয়ার্ড। প্রায় আট বছর পর এই ক্লাবে আবারও ফিরে এলেন দলবদল করে। দেশের ফুটবলের ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে যে ক্লাবের নাম, সেই ক্লাবের সঙ্গে জড়িয়ে আছে এমিলির নামটিও। নিজের পুরনো ক্লাব মোহামেডানে ফিরে জানালেন দলকে নিয়ে নিজের প্রত্যাশার কথা। সেই সঙ্গে কেমন হয়েছে এবার বিভিন্ন দল সেই প্রসঙ্গেও কথা বলেছেন। তার মতে এবার চ্যাম্পিয়ন লড়াইয়ে থাকছে চার থেকে ৫টি দল। তবে কাউকেই ফেবারিট বলা যাবে না বলে অভিমত ২৯ বছর বয়সী এমিলির। একটা সময় ছিল যখন জাতীয় ফুটবল দল বা ক্লাব দলই হোক, ফরোয়ার্ড পজিশনে প্রথম পছন্দ ছিলেন এমিলি। জাতীয় দলে ৬৪ ম্যাচ খেলে করেছেন ১৫ গোল। তবে গত দু’বছর ধরে ইনজুরি-অফ ফর্ম মিলিয়ে চেনা ছন্দে নেই এমিলি। তবে এবার আবারও ঘুরে দাঁড়াতে চান তিনি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আসলে গত মৌসুমে ইনজুরিই পিছিয়ে দিয়েছিলো আমাকে। প্রায় ৬ মাসের মতো হাঁটুর ইনজুরিতে ছিলাম। যে কারণে লীগের অনেক ম্যাচই খেলতে পারিনি। ইনজুরি থাকলে সেরা পারফরম্যান্সটা মাঠে দেয়া যায় না। এখন আল্লাহর রহমতে পুরোপুরি ফিট আছি। আগামী মৌসুমের জন্য নিজেকে প্রস্তুত করতে যতটা কঠোর পরিশ্রম করতে হয় করে যাবো।’ গত লীগে ১২ দলের মধ্যে দশম হয়েছিল মোহামেডান, যা তাদের ক্লাব ইতিহাসে সর্বনিকৃষ্ট ফল। সেই ব্যর্থতা ভুলে এবার চ্যাম্পিয়ন দল গড়তে যাচ্ছে তারা। ১৬ বছরের না পাওয়া লউগের শিরোপা জয়ের লক্ষ্যও এবার তাদের। কিন্তু আসলে কারা হতে যাচ্ছে এবার ঘরোয়া ফুটবলের ফেবারিট দল? এমিলির উত্তর, ‘এখানে দেখার বিষয় হলো একটা দলে ফুটবলার কারা এবং তাদের পারফরম্যান্সটা কি। আমি বলবো মোহামেডানে যে ফুটবলাররা আছে সবারই কিন্তু অভিজ্ঞতা আছে চ্যাম্পিয়ন হওয়ার। আমরা সবাই যদি নামের প্রতি সুবিচার করতে পারি ভালো করা সম্ভব। তাছাড়া ভালো কিছু পাওয়া সম্ভব না। এর জন্য অনেক কঠোর পরিশ্রম করতে হবে। সবাই যদি একটা দল হিসেবে খেলতে পারি। এ বছরও মোহামেডান অনেক ভালো কিছু করবে।’ এবার এককভাবে প্রাধান্য বিস্তার করার কোন সুযোগ নেই বলেও মনে করছেন এই স্ট্রাইকার, ‘মাঠের খেলায় ফিজিক্যাল ফিটনেস অনেক বড় একটা ব্যাপার। আর এবার সেই প্রস্তুতি নিয়েই মাঠে নামার সুযোগ পাচ্ছে পেশাদার লীগের দলগুলো। কেননা এবার খেলাটা শুরু হচ্ছে একটু দেরিতে। সময় বেশি পাওয়াতে সবাই ভালো প্রস্তুতি নিয়েই মাঠে নামবে।’ গত মৌসুমে ব্রাদার্সকে চতুর্থ অবস্থানে নিয়ে যান কোচ সৈয়দ নঈমউদ্দিন। যদিও ব্রাদার্স সেই মানের দল ছিলো না। এমিলির মতে, এই কোচের হার্ড ট্রেনিং, ডিসিপ্লিন আর কৌশলেই আরও অনেক বিগ বাজেটের দলকে পেছনে ফেলে চতুর্থ হয় ব্রাদার্স। আর সেই চিন্তা থেকেই মোহামেডান এবার নিয়েছে কোচ নঈমউদ্দিনকে। ২০০৯-১০ মৌসুমে মোহামেডানে খেলে এমিলি জিতেছিলেন ফেডারেশন কাপ, সুপার কাপ। সেবার লীগ জিততে না পারলেও এবার জিততে পারবেন কি না, সেটাই এখন দেখার বিষয়।
×