ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আবার স্বরূপে ফিরবেন সেরেনা?

প্রকাশিত: ০৭:২৪, ২২ এপ্রিল ২০১৭

আবার স্বরূপে ফিরবেন সেরেনা?

স্পোর্টস রিপোর্টার ॥ চোট-বয়স-বিতর্ক, দুই দশকের ক্যারিয়ারে এ সবকে মোকাবেলা করেই সামনের দিকে এগিয়ে চলেছেন সেরেনা উইলিয়ামস। সবচেয়ে বেশি বয়সে বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করা আমেরিকান টেনিসের এই জীবন্ত কিংবদন্তি গত জানুয়ারিতে জিতেছেন ক্যারিয়ারের ২৩তম গ্র্যান্ডসøাম। এরপর থেকেই টেনিস কোর্টের বাইরে ছিটকে পড়েন তিনি। প্রথমদিকে তার কারণ হিসেবে ইনজুরিকে দায়ী করলেও গত বুধবার সবাইকে অবাক করে ঘোষণা দিয়েছেন মা হতে চলেছেন সেরেনা উইলিয়ামস। স্ন্যাপচ্যাটে জানিয়েছেন ২০ সপ্তাহের গর্ভবতী তিনি। এই হিসেবে আগামী ২৮ আগস্ট মা হওয়ার কথা রয়েছে তার। যে কারণেই এ মৌসুমে টেনিস কোর্টে আর সেরেনা উইলিয়ামসকে দেখতে পারবেন না ভক্ত-অনুরাগীরা। সন্তান হওয়ার পর কি তাহলে স্বরূপে ফিরতে পারবেন টেনিসের ওপেনযুগে সর্বোচ্চ গ্র্যান্ডসøাম জয়ী এই আমেরিকান কিংবদন্তি? সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে তার সমর্থকদের মনের মধ্যে। অতীত ইতিহাস ঘাঁটাঘাঁটি করে দেখা যায় বেলজিয়ামের কিম ক্লাইস্টার্স এবং অস্ট্রেলিয়ান কিংবদন্তি সন্তান হওয়ার পরও গ্র্যান্ডসøাম জয়ের স্বাদ পেয়েছেন। তাই অনেকেই মনে করছেন সেরেনা উইলিয়ামসও পারবেন। এ প্রসঙ্গে ১৯৮০’র দশকের আমেরিকান টেনিস তারকা যিনি বর্তমানে ইএসপিএনের কমেন্টেটর পাম শ্রিভার বলেন, ‘তার না পারার কোন কারণই নেই। কারণ ত্রিশে যা করেছে তা অন্য কোন খেলোয়াড়ই করে দেখাতে পারেনি। সেরেনা উইলিয়ামসের জন্য এটা অন্য আরেকটি চ্যালেঞ্জের মতোই।’ ১৯৯৯ সালে ইউএস ওপেন জয়ের মাধ্যমে আন্তর্জাতিক টেনিসের পাদপ্রদীপের আলোয় উঠে আসেন সেরেনা উইলিয়ামস। এরপর আর পেছনের দিকে ফিরে তাকাতে হয়নি তাকে। গত জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন জিতে জার্মান কিংবদন্তি স্টেফিগ্রাফের রেকর্ডকেও ছাড়িয়ে যান তিনি। বর্তমানে টেনিসের উন্মুক্তযুগে সবচেয়ে বেশি গ্র্যান্ডসøামের মালিক সেরেনা। ৩৫ বছর বয়সী এই টেনিস কিংবদন্তির সামনে এখন নতুন মাইলফলকের হাতছানি। সবমিলিয়ে ২৪টি গ্র্যান্ডসøাম জেতা মার্গারেট কোর্টকে ছোঁয়ার হাতছানি। তবে সেরেনা উইলিয়ামস যখন সন্তান জন্মের পর কোর্টে ফিরবেন তখন তার বয়স হবে ছত্রিশ। তাই তার স্বরূপে ফেরা নিয়েই ভক্তদের যত সংশয়। কেননা মার্গারেট কোর্টও যখন সন্তান জন্মের পর কোর্টে ফিরেন তখন তার বয়স ছিল ২৯। কিম ক্লাইস্টার্সের বয়স ছিল আরও কম। তবে পাম শ্রিভারের মতে, সবকিছুই সম্ভব। এর অনেক কিছুই নির্ভর করবে সেরেনার ওপর। তিনি বলেন, ‘যে কোন কিছুই সম্ভব। তবে এর অনেক কিছুই নির্ভর করবে সেরেনার ওপর। গর্ভাবস্থায় সে কতটুকু ফিট থাকতে পারবে তার ওপর।’ কুইবেক সিটিতে মাত্র ১৪ বছর বয়সে ডব্লিউটিএ ট্যুর ক্যারিয়ার শুরু করেছিলেন সেরেনা। ১৯৯৯ সালে সতেরো বছর বয়সে মার্টিনা হিঙ্গিসকে হারিয়ে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডসøাম জয়ের স্বাদ পান তিনি। সেইসঙ্গে আলথিয়া গিবসনের পর আফ্রিকান-আমেরিকার দ্বিতীয় প্রমীলা খেলোয়াড় হিসেবে মেজর টুর্নামেন্ট জয়ের রেকর্ডও গড়েন সেরেনা। ২০০২ সালে ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন, ইউএস ওপেন জয়ের পর ২০০৩ সালে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপাও নিজের শোকেসে তোলেন তিনি। সেইসঙ্গে ক্যারিয়ারের প্রথম ‘সেরেনা সøাম’ জয়ের রেকর্ডও গড়েন টেনিসের এই কৃষ্ণকলি।
×