ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দ্রুতই দেশে ফিরছেন মুস্তাফিজ

প্রকাশিত: ০৭:২৩, ২২ এপ্রিল ২০১৭

দ্রুতই দেশে ফিরছেন মুস্তাফিজ

স্পোর্টস রিপোর্টার ॥ শুরুতে কথা ছিল অন্তত ৩ মে পর্যন্ত আইপিএলের সঙ্গেই থাকবেন সানরাইজার্স হায়দরাবাদের বাংলাদেশ ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। কিন্তু তা আর হচ্ছে না। দ্রুতই দেশে ফিরছেন তিনি। সাসেক্সে প্রস্তুতি ক্যাম্প করতে বুধবারই দেশ ছাড়বেন জাতীয় দলের ক্রিকেটাররা। দলের সঙ্গে থাকবেন মুস্তাফিজও। আর তাই ২৫ এপ্রিলেই দেশে ফিরতে পারেন মুস্তাফিজ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে এমনই জানা গেল। আগে বিসিবি থেকে জানানো হয়েছিল, ৩ মে পর্যন্ত মুস্তাফিজ আইপিএলে খেলতে পারবেন। বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছিলেন, ‘সাকিব আল হাসান ৩ তারিখ (মে) পর্যন্ত খেলবে আইপিএল। মুস্তাফিজও যদি চায়, সেই সময় পর্যন্ত অনুমতি না পাওয়ার কারণ নেই। ক্যাম্পে থাকলে ভাল হতো অবশ্যই। তবে যেহেতু ওরা দু’জন খেলার মধ্যেই থাকবে, ক্যাম্পে থাকা খুব জরুরীও নয়। ম্যাচ প্র্যাকটিস অনেক সময় আরও ভাল।’ কিন্তু সেই প্র্যাকটিসগুলোই তো হচ্ছে না। সাকিব ও মুস্তাফিজ তো ম্যাচই খেলতে পারছেন না। তবে মুস্তাফিজ আসলেও কেকেআরের সঙ্গেই সাকিব থাকছেন। আয়ারল্যান্ডে তিনজাতি সিরিজ খেলার আগে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন সাকিব। মুস্তাফিজের দলের সঙ্গে যোগ দেয়ারও কারণ আছে। আইপিএলের গত মৌসুম মাতিয়েছেন মুস্তাফিজ। অথচ এবার একটি ম্যাচ খেলার পরই তাকে বসিয়ে রাখা হয়েছে। খেলানোই হচ্ছে না। তাই আইপিএলে হায়দরাবাদের সঙ্গে না থেকে দলের সঙ্গে ইংল্যান্ডের সাসেক্সে ক্যাম্পে থাকাই মুস্তাফিজের জন্য ভাল হবে। তাই মুস্তাফিজ ফিরে আসছেন বলেই জানা গেছে। শ্রীলঙ্কা সফর শেষে ভারতের উদ্দেশে রওনা দিয়েছিলেন মুস্তাফিজ। আইপিএলে একটি ম্যাচ এখন পর্যন্ত খেলতে পেরেছেন। এখন পর্যন্ত এ মৌসুমে নিজের একমাত্র ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নেমেছিলেন মুস্তাফিজ। নিজের প্রথম ম্যাচে ঝলক দেখাতে পারেননি মুস্তাফিজ। ২.৪ ওভার বল করে ৩৪ রান দিয়েছেন। কোন উইকেটও নিতে পারেননি। তাকে নিয়ে অনেক আশা। আইপিএলে খেলতে ভারত যাওয়ার আগে নিজেই বলেছিলেন, ‘আইপিএলের জন্য দেশবাসী আমার দিকে তাকিয়ে আছে। আমি চেষ্টা করব আমার সেরা খেলাটি খেলে তাদের প্রত্যাশা পূরণ করতে।’ সঙ্গে যোগ করেছিলেন, ‘গতবার যেমন করেছিলাম, তারচেয়েও ভাল করতে চাই। সবার কাছে দোয়া চাই, যেন ভাল করতে পারি। প্রথমবার সবই অচেনা ছিল। এবার তো খেলোয়াড়, ড্রেসিংরুম, মাঠ, সবই চেনা। এবার আরও সহজ হবে আইপিএল খেলা। দলে জায়গা পেলে সেরা পারফর্মেন্স করতে চাই।’ কিন্তু মুস্তাফিজ প্রথম ম্যাচে তা করে দেখাতে পারেননি। প্রথমবারের মতো গত আসরে আইপিএল খেলতে নেমেই বাজিমাত করেন। তাক লাগিয়ে দেন। দুর্দান্ত নৈপুণ্য দেখান। কিন্তু এবার প্রথম ম্যাচ খেলতে নেমে নিজের প্রথম ওভারেই ১৯ রান দিয়ে বসেন। মুস্তাফিজের এমন অবস্থায় হতাশ হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক স্পিনার ব্র্যাড হগ। তিনি ক্রিকইনফোকে বলেছেন, ‘মুস্তাফিজের কথা যদি বলেন, তার পারফর্মেন্স ছিল হতাশাজনক। গত বছরের পারফর্মেন্সের কারণে তার কাছে আসলে বাড়তি চাওয়া থাকে সবার মাঝে এটা বোলারের ওপর চাপ সৃষ্টি করে। দেখি পরের ম্যাচে সুযোগ পেলে সে কেমন করে।’ নৈপুণ্য দেখাবেন কিভাবে মুস্তাফিজ, ম্যাচ খেলারই তো সুযোগ পাচ্ছেন না। মুস্তাফিজ গত আসরে প্রথমবারের মতো আইপিএলে অংশ নিয়েই আসর মাতিয়েছেন। ১৬ ম্যাচ খেলে ১৭ উইকেট নিয়েছেন। দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন। হায়দরাবাদও চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু এবার মুস্তাফিজকে একাদশেই রাখা হচ্ছে না। আর তাই নিজ দল বাংলাদেশের সঙ্গে যোগ দেবেন মুস্তাফিজ।
×