ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নানা উৎসবে মেলা

প্রকাশিত: ০৭:১৭, ২২ এপ্রিল ২০১৭

নানা উৎসবে মেলা

চার শ’ বছর পূর্বে মোঘল সম্রাট আকবরের আমল থেকে বাংলা সংস্কৃতির অংশ হিসেবে বাংলা নববর্ষে নানান উৎসবের আয়োজন চলে আসছে। এর মাধ্যমে জানান দেয়া হয়, বাঙালিয়ানার আচার-আচরণ, ভাষা, কৃষ্টি, ঐতিহ্য, সামাজিক রীতি-নীতি, বাহারী খাওয়া-দাওয়া, ব্যবসায়ীদের পুরনো হিসাব-নিকাশ শেষে নতুন খাতা (হালখাতা) খোলার মাধ্যমে। চন্দ্রতিথি এবং বাংলা পঞ্জিকা অনুযায়ী প্রতি বছর লক্ষ্মীপুর সদরের সমসেরাবাদ, চন্দ্রগঞ্জ, কালীবাজার, মান্দারী, পশ্চিম লক্ষ্মীপুরে বট গাছের ছায়ায় হাট বাজার বসে। সদর উপজেলার সমসেরাবাদ রামগতি-লক্ষ্মীপুর সড়কের পাশে বটতলার নিচে নববর্ষকে ঘিরে আয়োজন করা হয় বৈশাখী মেলা। গুলিয়া বাজার নামে এর খ্যাতি রয়েছে। তবে মাঝে মধ্যে সনাতন ধর্মাবলম্বীদের পূজাও দেয়া হয়। তবে এর সঙ্গে ধর্মের সম্পর্ক নেই বলে জানান হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শংকর কুমার মজুমদার। তিনি জানান, এটি মূলত ব্যবসায়ীদের পুরানো হিসাব নিকাশ শেষে হালখাতা খোলার উৎসব। মেলায় বিক্রি হয়, মাটির তৈরি তৈজষপত্র হাতি ঘোড়া, বাঘ-ভল্লুক, টিয়া, ময়না, আম, তাল, মাটির ব্যাংক, ফুলদানি, বাঁশ ও কাঠের তৈরি আসবাবপত্র, লোহালক্কড়ের তৈরি জিনিস। মেলাকে ঘিরে বাঙালীর চির চেনা ঐতিহ্য, সংস্কৃতি, কৃষ্টি, আচার-আচরণ বহমান থাকুক হাজারো বছর। -মহিউদ্দিন মুরাদ, লক্ষ্মীপুর থেকে
×