ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ছাদ থেকে পড়ে স্কুলছাত্র হত, ভুয়া ডাক্তার আটক

প্রকাশিত: ০৭:০৪, ২২ এপ্রিল ২০১৭

রাজধানীতে ছাদ থেকে পড়ে স্কুলছাত্র হত, ভুয়া ডাক্তার আটক

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মিরপুরে তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে এক স্কুলপড়ুয়া শিশুর মৃত্যু হয়েছে। এদিকে বিপুল পরিমাণ জাল টাকা, রেভিনিউ স্ট্যাম্পসহ আটজনকে গ্রেফতার করা হয়েছে। আটক হয়েছে ৫৫ মাদক ব্যবসায়ী। যাত্রাবাড়ীতে এক ভুয়া চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, রাজধানীর মিরপুরে তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে মাসুদ (৭) নামে এক শিশু স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে মিরপুর ১ নম্বর সেকশনের দিয়াবাড়ীর পাশে মোহাম্মদ আলীর বাড়ির তিনতলা বাসার ছাদে উঠে সহপাঠীদের সঙ্গে খেলছিল শিশু মাসুদ। হঠাৎ তিনতলা ছাদ থেকে পা পিছলে নিচে পড়ে যায় সে। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সন্ধ্যার দিকে ঢাকা মেডিক্যালের জরুরী বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জালনোটসহ গ্রেফতার তিন মতিঝিলে বিপুল জালনোটসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এরা হচ্ছেÑ সাদেকুর রহমান ওরফে সাদেক (৩৮), জহিরুল হক ওরফে খোকন (৪৫) ও জাকির হাওলাদার (৩৫)। এ সময় তাদের কাছ থেকে ২০ লাখ জাল টাকা উদ্ধার করা হয়। ডিএমপি উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পূর্ব বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও প্রতিরোধ টিম নটরডেম কলেজের বিপরীতে মতিঝিলগামী রোডের ফুটওভার ব্রিজের নিচে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে তাদের কাছ জালনোটগুলো উদ্ধার করা হয়। জাল রেভিনিউ স্ট্যাম্প রমনা ও তেজগাঁওয়ে প্রায় কোটি টাকার জাল রেভিনিউ স্ট্যাম্প উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ সময় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছেÑ চাঁন মিয়া (৩৫), ইকবাল হোসেন (৩১), রশিদ (৪৫), সেলিম মিয়া (৩৮) ও রমজান মুন্সি ওরফে জামসেদ (৪২)। ডিএমপি উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি (পশ্চিম) বিভাগের তেজগাঁও জোনাল টিম কাওরানবাজারের ১নং সিটি কর্পোরেশন মার্কেট ও রমনা থানার রেলক্রসিং এলাকায় অভিযান চালিয়ে জাল রেভিনিউ স্ট্যাম্প চক্রের ওই ৫ সদস্যকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ১ কোটি ২০ লাখ ৭৭ হাজার ১৫০ টাকার জাল রেভিনিউ স্ট্যাম্প উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জাল রেভিনিউ স্ট্যাম্পের মধ্যে ৫ টাকা, ১০ টাকা, ৫০ টাকা, ১০০ টাকা, ২০০ টাকা ও ৫০০ টাকার ৩৫ হাজার ১৬২টি জাল রেভিনিউ স্ট্যাম্প রয়েছে। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা পেশাদার জাল স্ট্যাম্প ব্যবসায়ী। নিজেরা জাল স্ট্যাম্প প্রস্তুত করে এবং অন্যান্য জাল স্ট্যাম্প প্রস্তুতকারীদের কাছ থেকে পাইকারিভাবে বেশি পরিমাণ জাল রেভিনিউ স্ট্যাম্প সংগ্রহ করে। পরে ওই জাল স্ট্যাম্প রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় অবস্থানরত খুচরা ব্যবসায়ীদের কাছে সরবরাহ করে আসছিল। এ ব্যাপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তেজগাঁও থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। আটক ৫৫ মাদক ব্যবসায়ী রাজধানীতে ৫৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যারা। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। ডিএমপি উপ-কমিশনার (মিডিয়া) মাদুসুর রহমান জানান, বৃহস্পতিবার রাতভর রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৫৫ জনকে গ্রেফতার করেছে ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪২৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৭৯ কেজি ১৫০ গ্রাম গাঁজা, ২ কেজি ৪৭ গ্রাম ও ৯০২ পুরিয়া হেরোইন, ৪৫ বোতল ফেনসিডিল, ১৪৪ ক্যান বিয়ার, ২ বোতল বিদেশী মদ ও ২২৪ পিস ইনজেকশন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও মাদক সেবনের সঙ্গে জড়িত। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ভুয়া চিকিৎসক যাত্রাবাড়ীতে মোঃ হাবিবুর রহমান (৩৬) নামে এক ভুয়া দাঁতের চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে দক্ষিণ যাত্রাবাড়ীর মা ডেন্টাল কেয়ার ক্লিনিকের চেম্বারে অভিযান চালিয়ে তাকে আটক করে। গ্রেফতারকৃত হাবিবুর রহমান প্রাথমিক জিজ্ঞাসাবাদের জানায়, তিনি ডাক্তার না হয়েও দীর্ঘদিন ধরে ডাক্তার সেজে সাধারণ জনগণের সঙ্গে চিকিৎসার নামে প্রতারণা করে আসছিল। তার বাড়ি মাগুরার মোহাম্মদপুর থানার চুলারগাতি গ্রামে। তিনি দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় থাকেন। থানায় মামলা হয়েছে।
×