ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রেসিডেন্ট নির্বাচন

আহমদিনেজাদের প্রার্থিতা বাতিল

প্রকাশিত: ০৭:০১, ২২ এপ্রিল ২০১৭

আহমদিনেজাদের প্রার্থিতা বাতিল

ইরানের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি পাননি সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমদিনেজাদ। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অনুমতি চেয়ে তার করা আবেদনটি বাতিল করে দিয়েছে সরকার নিয়ন্ত্রিত ভেটিং কর্তৃপক্ষ গার্ডিয়ান কাউন্সিল। তবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অনুমতি পেয়েছেন বর্তমান প্রেসিডেন্ট হাসান রুহানি ও কট্টরপন্থী নেতা ইব্রাহিম রাইসি। ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে, ১? মে অনুষ্ঠিত হতে যাওয়া ওই নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৭ এপ্রিল। খবর বিবিসির। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, শুরুতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জানিয়েছিলেন কট্টরপন্থী আহমেদিনেজাদ। তিন হাজার কিলোমিটার পথ পাড়ি... অস্ট্রেলিয়ার ক্যাপিটেল টেরিটরি (এসিটি) এলাকার একটি বিরল প্রজাতির ছোট ঈগল তার আবাসস্থল থেকে তিন হাজার কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়েছে। ঈগলটি একদিনে পাড়ি দিয়েছে পাঁচ শ’ কিলোমিটার। প্রতি ঘন্টায় পাড়ি দেয় ৫৫ কিলোমিটার। পাখি অনুসরণকারীর সহায়তায় বিষয়টি জানার পর পুরুষ ঈগলটিকে নিয়ে বিজ্ঞানীদের মধ্যে বিস্ময়ের সৃষ্টি হয়েছে। -এএফপি কোমায় সন্তান জন্মদান! আর্জেন্টিনার পুলিশ সদস্য এ্যামেলিয়া বান্নানা (৩৪) গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে কোমায় চলে যাওয়ার পর সন্তানের জন্ম দেন। গত সপ্তাহে জ্ঞান ফিরে পেয়ে চার মাসের মধ্যে প্রথমবার নিজের সন্তানকে কোলে নেন। ২০১৬ সালের ১ নবেম্বর দায়িত্বরত অবস্থায় গাড়ি দুর্ঘটনায় মস্তিষ্কে আঘাত পেয়ে কোমায় চলে যান এ্যামেলিয়া। পোসাদাস শহরের একটি হাসপাতালে তাকে রাখা হয়। সেখানেই অস্ত্রোপচারের মাধ্যমে বড়দিনের কয়েক ঘণ্টা আগে তার সন্তানের জন্ম হয়। -ডেইলি মেইল
×