ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এ্যাসাঞ্জের গ্রেফতার ট্রাম্প প্রশাসনের অগ্রাধিকার ॥ মার্কিন এ্যাটর্নি জেনারেল

প্রকাশিত: ০৭:০১, ২২ এপ্রিল ২০১৭

এ্যাসাঞ্জের গ্রেফতার ট্রাম্প প্রশাসনের অগ্রাধিকার ॥ মার্কিন এ্যাটর্নি জেনারেল

একের পর এক মার্কিন গোপন নথি ফাঁসকারী আলোচিত গণমাধ্যম উইকিলিকস এবং এর প্রতিষ্ঠাতা জুলিয়ান এ্যাসাঞ্জের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পকে একেক সময় একেক অবস্থান নিতে দেখা গেছে। মার্কিন নির্বাচনের দৌড়ে নামার আগে ২০১০ সালে উইকিলিকস সংশ্লিষ্টদের বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছিলেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর নির্বাচনী প্রচারে নামার পর ২০১৬ সালে উইকিলকস প্রশ্নে তার কণ্ঠে শোনা গিয়েছিল ইতিবাচক সুর। নির্বাচনের রেশ না কাটতেই এবার আবারও ট্রাম্পের সুর বদলের ইঙ্গিত দিয়েছে তার প্রশাসন। উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান এ্যাসাঞ্জের ‘গ্রেফতারকে’ যুক্তরাষ্ট্র সবচেয়ে প্রাধান্য দিচ্ছে বলে জানিয়েছেন মার্কিন এ্যাটর্নি জেনারেল জেফ সেশনস। এ্যাসাঞ্জ প্রশ্নে ট্রাম্প প্রশাসনের অবস্থান কী হবে তা নিয়ে নানা বিতর্কের পর অবশেষে বৃহস্পতিবার একথা জানান তিনি। মার্কিন কর্তৃপক্ষ এ্যাসাঞ্জের বিরুদ্ধে অভিযোগ আনার প্রস্তুতি নিচ্ছে বলে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনে খবর প্রকাশের কয়েক ঘণ্টার মাথায় এমন ঘোষণা দিলেন এ্যাটর্নি জেনারেল। বৃহস্পতিবার টেক্সাসের এল পাসোতে একটি সংবাদ সম্মেলন করেন মার্কিন এ্যাটর্নি জেনারেল জেফ সেশনস। সেসময় তার কাছে জানতে চাওয়া হয়, এ্যাসাঞ্জকে চূড়ান্তভাবে গ্রেফতার করা মার্কিন বিচার বিভাগ প্রাধান্য দিচ্ছে কিনা। জবাবে সেসশনস বলেন, আমরা আমাদের প্রচেষ্টা জোরাল করতে যাচ্ছি এবং এরই মধ্যে সবগুলো ফাঁসের ঘটনায় আমরা পদক্ষেপ জোরাল করেছি। অনেক বছর ধরেই আমরা যারা পেশাদারিত্বের সঙ্গে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ইস্যুতে কাজ করছি, তারা এ ধরনের ফাঁসের ঘটনায় হতবাক হয়েছি। এগুলোর কিছু কিছু খুব মারাত্মক। সুতরাং হ্যাঁ, এটি আমাদের প্রাধান্য। -এএফপি, টেলিগ্রাফ ও সিএনএন
×